ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বিশ্বের ১০ সুন্দরী নারীদের পরিচিতি ও তাদের আয় কত! 

প্রকাশিত: ১৮:৩৯, ২ মে ২০২৫

বিশ্বের ১০ সুন্দরী নারীদের পরিচিতি ও তাদের আয় কত! 

ছবিঃ সংগৃহীত

বিশ্বের রূপ, গ্ল্যামার ও প্রতিভার মিলনস্থল হল হলিউড। এখানে এমন কিছু মহিলার নাম উঠে আসে, যারা কেবল সৌন্দর্যেই নয়, বরং তাদের কর্মজীবন, সৃজনশীলতা এবং উদ্যোগে বিশ্বজয় করেছেন। নিচে এমন ১০ জন নারীর কথা তুলে ধরা হলো, যারা সৌন্দর্যের পাশাপাশি বিপুল সম্পদের মালিক এবং বিশ্বজুড়ে অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। 

১. বিয়ন্সে নলস (Beyonce Knowles)
সঙ্গীত জগতের 'কুইন বি' নামে পরিচিত বিয়ন্সে, তার স্বামী র‍্যাপার জে-জির সঙ্গে যৌথভাবে এক বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক। তার কনসার্টের প্রথম সারির টিকিটের দাম ১১ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

২. অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie)
হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি একাধারে অভিনেত্রী, পরিচালক ও মানবতাবাদী। তার সম্পদের পরিমাণ প্রায় ১২০ মিলিয়ন ডলার। 'ম্যালেফিসেন্ট' সিনেমায় অভিনয়ের জন্য তিনি ৩৩ মিলিয়ন ডলার পারিশ্রমিক পান।

৩. লুপিতা নিয়ং’ও (Lupita Nyong’o)
অস্কারজয়ী মেক্সিকান-কেনিয়ান অভিনেত্রী লুপিতা নিয়ং’ওর বর্তমান সম্পদ প্রায় ১২ মিলিয়ন ডলার। ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমা থেকে তিনি ২ থেকে ৪ মিলিয়ন ডলার পর্যন্ত আয় করেছেন।

৪. ফ্রঁসোয়াজ হার্ডি (Françoise Hardy)
ফ্রান্সের গায়িকা ও অভিনেত্রী ফ্রঁসোয়াজ হার্ডি ১৯৬০-এর দশকের ‘য়ে-য়ে ওয়েভ’-এর অগ্রদূত ছিলেন। তার ইউটিউব ভিডিওগুলো ইউরোপে লক্ষ লক্ষ বার দেখা হয়েছে এবং তার সম্পদের পরিমাণ আট অঙ্কে।

৫. হ্যালি বেরি (Halle Berry)
‘ক্যাটওম্যান’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন ১৪ মিলিয়ন ডলার। এখন তার প্রত্যেকটি সিনেমায় পারিশ্রমিক প্রায় ১০-১২ মিলিয়ন ডলার।

৬. প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)
মিস ওয়ার্ল্ড ২০০০-এর খেতাব জয় করে বলিউড থেকে হলিউড পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা। ‘সিটাডেল’ নামক একটি অ্যামাজন প্রাইম সিরিজে তিনি সমান পারিশ্রমিক পেয়েছেন তার পুরুষ সহ-অভিনেতার সঙ্গে।

৭. রিহানা (Rihanna)
বার্বাডোজ থেকে উঠে আসা রিহানা এখন এক বিস্ময়। তার ফেন্টি বিউটি ব্র্যান্ড তাকে এনে দিয়েছে ১.৪ বিলিয়ন ডলারের সম্পদ। সঙ্গীত থেকে ব্যবসা, সবখানেই তার আধিপত্য।

৮. নাওমি ক্যাম্পবেল (Naomi Campbell)
বিশ্বের অন্যতম সেরা সুপারমডেল নাওমি ক্যাম্পবেল মাত্র ১৫ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় ৮০ মিলিয়ন ডলার।

৯. গ্রেস কেলি (Grace Kelly)
হলিউড অভিনেত্রী থেকে প্রিন্সেস অব মোনাকো হওয়া গ্রেস কেলির ১৯৮২ সালে মৃত্যুকালে তার সম্পদের পরিমাণ ছিল ৪০ মিলিয়ন ডলার।

১০. বেলা হাদিদ (Bella Hadid)
মাত্র ২৬ বছর বয়সেই তিনি বিশ্বের শীর্ষ মডেলদের একজন হয়ে উঠেছেন। তার মোট সম্পদের পরিমাণ ২৫ মিলিয়ন ডলার, এবং তিনি ২৯টি আন্তর্জাতিক ভোগ কভারে উঠে এসেছেন।

এই নারীরা শুধুমাত্র রূপ নয়, বরং মেধা, পরিশ্রম ও সৃজনশীলতা দিয়ে বিশ্ব মাতিয়েছেন—তাদের জীবনের গল্প অনুপ্রেরণার উদাহরণ।

 

সূত্রঃ https://www.articlesvally.com/worldwide/btywrl-cp-ta?utm_content=44779430&utm_medium=taboola&utm_source=taboola&utm_campaign=ta-av-btywrl-l-c07-all-0w-mj-23045d&utm_term=timesinternetlimited-timesofindia&utm_bid=ctg2_ZPh0v5QMf-MofWPlndxCZmCeu4cz6mdc1VEA28=&utmk=GiDXT5lESWGAZ7aXNndvJtfR1GDmSUKvNlyS7l2tPZUNliDa10Yo2M-lr5y7lbsWMN2AZA&utm_l=1&utm_t=scroll

রিফাত

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার