
ছবিঃ সংগৃহীত
বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে তিনি সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিত্ব করে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
আজ তাঁর ৫২তম জন্মদিন। ১৯৭৩ সালের ২ মে ঢাকার নাখালপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের চলচ্চিত্র, নাটক ও গণমাধ্যমে নিজের স্বতন্ত্র নির্মাণধারার জন্য সুপরিচিত। ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়া বিদ্যা’, ‘ডুব’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘ডুবোশহর’, ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’ এবং ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’—এর মতো চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন। পাশাপাশি তিনি পরিচালনা করেছেন বেশ কিছু ভিন্নধর্মী ও জনপ্রিয় মেগা ধারাবাহিক নাটক।
তাঁর কর্মজীবনের শুরুতে তিনি লেখক আনিসুল হকের সঙ্গে যৌথভাবে নাট্য নির্মাণে যুক্ত ছিলেন। এসব নাটকের অধিকাংশ চিত্রনাট্য লিখেছেন আনিসুল হক এবং পরিচালনার দায়িত্বে ছিলেন ফারুকী।
ব্যক্তিগত জীবনে মোস্তফা সরয়ার ফারুকী ২০১০ সালের জুলাই মাসে বিয়ে করেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম ইলহাম নুসরাত ফারুকী।
মারিয়া