
প্রতীকী ছবি
নরসিংদীর পলাশে পুকুরে ভেসে উঠে হাবিব মিয়া (১২) নামের এক স্কুল ছাত্রের মরদেহ। শুক্রবার সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠে। নিহত হাবিব মিয়া জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে ও ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে সে তৃতীয় সন্তান ছিল।
পুলিশ জানায় , বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টার দিকে ইয়াসিন নামের এক শিশুর সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে স্কুল ছাত্র হাবিব। গোসল শেষে সাথে থাকা শিশু পাড়ে উঠতে পারলেও হাবিব উঠতে পারেনি। পরের দিন শুক্রবার সকাল সাড়ে আটটায় পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। হাবিব সাঁতার জানার পরেও কিভাবে পুকুরের পানিতে ডুবে এমন মৃত্যু হলো সেটি জানাতে পারেনি পুলিশ ও নিহতের পরিবার।
প্রতিবেশীরা তার বাবার—মায়ের বরাত দিয়ে জানান, প্রতি বৃহস্পতিবার বাড়ির পাশের হাসনহাটার ফকিরা এলাকায় নানির বাড়িতে বেড়াতে যায় হাবিব। এটা ভেবেই তার বাবা মা তার খোঁজ রাখেনি। পরে আজ সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
পলাশ থানার উপপরিদর্শক এসআই রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাবিব নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ মৃত্যুর ঘটনায় তারা কাউকে সন্দেহ করছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
মুমু