ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঐতিহাসিক নারী কাবাডি টেস্ট সিরিজ

সিরিজ জয়ের প্রত্যয় নিয়েই হিমালয়ের দেশে শ্রাবণীরা

প্রকাশিত: ২১:২৪, ১৯ এপ্রিল ২০২৫

সিরিজ জয়ের প্রত্যয় নিয়েই হিমালয়ের দেশে শ্রাবণীরা

কাঠমান্ডু পৌঁছার বিমানবন্দরে ঐতিহ্যবাহী নেপালি টুপি পড়িয়ে অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশ দলকে (ছবি : বাংলাদেশ কাবাডি ফেডারেশন)

নতুন ইতিহাস লিখতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। প্রথমবার কাবাডির টেস্ট সিরিজ খেলতে আজ শনিবার (১৯ এপ্রিল) নেপাল গেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন শ্রাবণী-বৃষ্টি-রূপালীরা।

শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দল নেপালের উদ্দেশ্যে রওনা দিয়ে এক ঘণ্টা ২৫ মিনিটের মধ্যে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ২৬ এপ্রিল দেশে ফিরবে বাংলাদেশ দল। নেপাল সফরে বাংলাদেশ দলকে স্পন্সর করছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।ঐতিহাসিক সিরিজ জয়ের প্রত্যয় নিয়ে বিমানে ওঠার আগে বাংলাদেশ দল (ছবি : বাংলাদেশ কাবাডি ফেডারেশন)পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কাল রবিবার (২০ এপ্রিল)। এরপর ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে কাঠমান্ডুতে। বাংলাদেশের মতো নেপাল নারী দলও প্রথমবার টেস্ট সিরিজ খেলবে।

বাংলাদেশ দলের লক্ষ্য ভারতে অনুষ্ঠেয় আসন্ন নারী বিশ্বকাপ কাবাডি। আগামী ১-৮ জুন পর্যন্ত ভারতের বিহারের রাজগিতে এই আসর অনুষ্ঠিত হবে। ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক জয়ের পর পরই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ধানমণ্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে অনুশীলন করেছেন খেলোয়াড়রা।

নারী কাবাডিতে শক্তিমত্তায় নেপাল বাংলাদেশের চেয়ে এগিয়ে। নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে উন্নতির আশা করছে বাংলাদেশ দল। এই সিরিজের মধ্য দিয়ে দলের ভুলত্রুটি খুঁজে বের করা সম্ভব বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। যা বিশ্বকাপে ভালো করতে বাংলাদেশ দলের জন্য কাজে দেবে।
বিশ্বকাপের জন্য নারী দলের প্রস্তুতির অংশ হিসেবে বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। নেপালের বিপক্ষে সিরিজের পর থাইল্যান্ডের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। এছাড়া বিশ্বকাপের ১৫ দিন বা এক মাস আগে নারী দলকে ভারত পাঠাতে চায় কাবাডি ফেডারেশন। সেখানে ভারতের রাজ্য দলের সঙ্গে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।

নেপাল সফরে বাংলাদেশ দল : শ্রাবণী মল্লিক (অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস (সহ-অধিনায়ক), রূপালী (সিনিয়র), স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম ও ইসরাত জাহান সাদিকা; স্ট্যান্ডবাই : লাকি আক্তার ও নবর্শি চাকমা; কোচ : শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী; ম্যানেজার : মো. আসাদুজ্জামান।

রুমেল খান / রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার