বাংলাদেশের টেস্ট দল
এই মুহুর্তে আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে সেখানে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে সোমবার বিকেলে। এর আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে সোমবার ১১ ক্রিকেটারসহ জাতীয় দলের সদ্য নিযুক্ত সিনিয়র সহাকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তারা মূলত টেস্ট দলের সদস্য। রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি২০ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সফর শুরু করবে বাংলাদেশ টেস্ট সিরিজ দিয়ে। ২২ নভেম্বর অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে। তার আগে ১৫ থেকে ১৯ নভেম্বর অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ৪ দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ পাবে বাংলাদেশের টেস্ট দল।
এবার টেস্ট দলে বেশ পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলে অবসর নিতে চাওয়া বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান সেই ম্যাচ না খেলতে পারলেও ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে নেই। এছাড়া অফস্পিনার নাঈম হাসান বাদ পড়েছেন।
টেস্ট দল থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ। তবে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সোমবার সন্ধ্যা ৬টায় ক্যারিবিয় দ্বীপের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন ১১ ক্রিকেটারসহ কোচ সালাউদ্দিন। বাকিরা আরব আমিরাতে সিরিজ শেষ করে রওনা হবেন। আর ওয়ানডে স্কোয়াডের বাকিরা যাবেন আরো পরে।
২২ নভেম্বর অ্যান্টিগায় প্রথম টেস্ট, ৩০ নভেম্বর জ্যামাইকাতে দ্বিতীয় টেস্ট শুরু হবে। আর ৮, ১০ ও ১২ ডিসেম্বর সেন্ট কিটসের একই ভেন্যুতে সিরিজের ৩ ওয়ানডেে অনুষ্ঠিত হবে। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে সিরিজের ৩ টি০ অনুষ্ঠিত হবে আগামী ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টেস্ট দল।। নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
মামুন/শহিদ