ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

আরব বেসবল ক্লাসিক 

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার 

প্রকাশিত: ১৮:৫০, ৮ নভেম্বর ২০২৪

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

জয়ের পর বাংলাদেশ বেসবল দল

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান আরব বেসবল ক্লাসিকে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার আফগানদের ১২-০ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এসেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। 

কাল শনিবার সকালে আরব আমিরাতের বিপক্ষে এবং রাতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

গত ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে এ টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে নয় দেশ। এরা হলো- সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, ফিলিস্তিন ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। 

দুই গ্রুপে ভাগ হয়ে ৯টি দল লিগ ভিত্তিতে অংশ নিচ্ছে। বাংলাদেশ খেলছে এ-গ্রুপে। আগামী ১১ নভেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের।

রুমেল খান/এসআর

×