নারী বিভাগে চ্যাম্পিয়ন নেপাল ও রানার্সআপ বাংলাদেশ দল
নেপালের কাঠমান্ডুতে চলছে এনএসআরএ ইন্টার ক্লাব ইন্টারন্যাশনাল স্কোয়াশ টুর্নামেন্ট। বাংলাদেশ মহিলা দল (মারজান, চাদনে এবং নাবিলা) রানার্সআপ হয়েছে। তারা নেপাল টিম-এ দলের কাছে হেরে যায়। বাংলাদেশ নারী দল এর আগে চারটি ম্যাচ জেতে।
এদিকে পুরুষ বিভাগে বাংলাদেশ এ-দল সেমিফাইনালে উঠেছে। এ-দল (শাহাদাত, আপন ও কামরুল) গ্রুপ-১ এর পাঁচটি ম্যাচের সবকটিতে জয় পেয়েছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ দল বি (আমিনুল-বিকেএসপি, সিমুন-বিকেএসপি এবং সয়কোট গ্রুপ-২) চারটি ম্যাচের মধ্যে অভিজ্ঞ নেপাল টিম এ-এর কাছে একটি ম্যাচ হেরেছে।
আজ গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন বাংলাদেশ এ-দলের সঙ্গে গ্রুপ-২ রানার্সআপ হিসেবে সেমিফাইনাল খেলবে তারা। ফলে বাংলাদেশ দলের একটির ফাইনালে খেলা নিশ্চিত।
রুমেল খান