ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বালিকা স্কুল রাগবিতে বিষমডাঙ্গা চ্যাম্পিয়ন

প্রকাশিত: ২০:৪৭, ১১ মার্চ ২০২৪

বালিকা স্কুল রাগবিতে বিষমডাঙ্গা চ্যাম্পিয়ন

একতরফা ফাইনাল খেলে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জের বিষমডাঙ্গা গার্লস স্কুল

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও বেক্সি-ফেব্রিক্সের পৃষ্ঠপোষকতায় অনুর্ধ- ১৭ বালিকা স্কুল রাগবি প্রতিযোগিতার পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জের বিষমডাঙ্গা গার্লস স্কুল। 
আজ সোমবার পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত একতরফা ফাইনালে তারা ২৯-০ পয়েন্টে হারায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস স্কুলকে।

এর আগে সেমিফাইনলে বিষমডাঙ্গা গার্লস স্কুল ৫-০ পয়েন্টে কদমতলা পূর্ব বাসাবো স্কুলকে এবং সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস স্কুল ১৫-০ পয়েন্টে গাজিরচট এমএ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বিএম শোয়েব। বিশেষ অতিথি ছিলেন ওই প্রতিষ্ঠানের পরিচালক বিএম শামীম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম, নুর ই আফরোজ ও টুর্নামেন্ট কমিটি সম্পাদক পারভিন পুতুলসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা ।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী।

 

রুমেল খান

×