ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

যে কারণে বিপিএল ছাড়লেন জিয়াউর

প্রকাশিত: ১৯:১০, ২১ জানুয়ারি ২০২৪

যে কারণে বিপিএল ছাড়লেন জিয়াউর

অলরাউন্ডার জিয়াউর রহমান

বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন অলরাউন্ডার জিয়াউর রহমান। এ বছর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে ছিলেন তিনি। রবিবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জিয়াউর রহমানের সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘অলরাউন্ডার জিয়াউর রহমানকে দশম বিপিএলে আর দেখা যাবে না। তার কন্যা সন্তানের অসুস্থতার জন্য টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি।’
 
ফ্রাঞ্চাইজিটি জানিয়েছে, ‘তার সন্তান এই মুহূর্তে কঠিন ব্যাধির সঙ্গে লড়াই করছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পরিবার প্রার্থনা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। তিনি যেন এই পরিস্থিতি থেকে সুস্থ ও সফলভাবে বেরিয়ে আসতে পারেন।’

জিয়াউর রহমান নিজেও তার পরিবারের পক্ষ থেকে সন্তানের জন্য প্রার্থনা চেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। 

 

এবি

সম্পর্কিত বিষয়:

×