
সৌম্য, হৃদয় ও নাসুমের মাঝে তিন উইকেট শিকারি মুস্তাফিজ
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অনেক পরীক্ষা-নিরীক্ষা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে সেই সুযোগটা দেয়নি বৈরী প্রকৃতি। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবশ্য বাংলাদেশী বোলাররা কিছুটা নিজেদের সামর্থ্যরে পরীক্ষা দিতে পেরেছেন। ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। প্রথম দফা বৃষ্টিতে খেলা বন্ধ থাকার দেড় ঘণ্টা পর আবার ম্যাচ শুরু হয়। ৪২ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচের দৈর্ঘ্য। এরপর বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের দাপটে বিপর্যস্ত হয় কিউইরা।
দ্রুততম পেসার হিসেবে মিরপুরে ৫০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন তিনি। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও দুর্দান্ত বোলিং করেন। এতে বেশ বিপদেই ছিল কিউইরা। কিন্তু দ্বিতীয় দফা বৃষ্টিতে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃষ্টির বেগ বাড়তে থাকলে আগেভাগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এটি মিরপুরে ১১৮তম ওয়ানডেতে মাত্র দ্বিতীয়বার কোনো ওয়ানডে পরিত্যক্ত হলো। ৯ বছর আগে অর্থাৎ ২০১৪ সালের জুনে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
টস জিতে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বাংলাদেশও এই সিরিজে দ্বিতীয় সারির দল নিয়েই নেমেছে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের পরিবর্তে লিটন কুমার দাসের নেতৃত্বে আড়াই মাস পর ইনজুরি কাটিয়ে তামিম ইকবাল, ৬ মাস পর মাহমুদুল্লাহ রিয়াদ ও আড়াই বছর পর সৌম্য সরকার খেলতে নামেন। শুরুটা দারুণ করেন বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। তাদের দুর্দান্ত লাইন-লেংন্থের বলে ৪.৩ ওভারে মাত্র ৯ রান তুলতে পারেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়াং। এরপর দীর্ঘ ১ ঘণ্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামলে মাঠ প্রস্তুত করতে আরও আধা ঘণ্টা সময় লেগেছে।
তাই ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভারে নামিয়ে আনা হয়। এরপরই মুস্তাফিজ পরপর দুই ওভারে অ্যালেনকে (২০ বলে ৯) ও চ্যাড বাওয়েসকে (১) কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন। এর ফলে মিরপুরে ২৬তম ম্যাচে ৫০ উইকেট শিকার করেন মুস্তাফিজ। এর আগে মাশরাফি বিন মর্তুজা (৬৪ ম্যাচে ৯৪) ও রুবেল হোসেন (৪৯ ম্যাচে ৬৫) পেসার হিসেবে মিরপুরে ৫০ উইকেট নিতে পেরেছেন। এ ছাড়া সাকিব আল হাসান (৮৯ ম্যাচে ১৩১) ও আব্দুর রাজ্জাক (৫২ ম্যাচে ৭৫) অর্ধশতাধিক উইকেট নিয়েছেন।
১৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়লেও এরপর ৯৭ রানের জুটি গড়েন উইল ইয়াং ও হেনরি নিকোলস। নিকোলস বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাট করছিলেন। তবে মুস্তাফিজ ফিরতি স্পেলে এসে আবার আঘাত হানেন। নিকোলস মাত্র ৫৭ বলে ৩ চারে ৪৪ রান করেন। আর ইয়াং ক্যারিয়ারের চতুর্থ ফিফটি হাঁকিয়ে বেশিদূর যেতে পারেননি। তিনি নাসুমের বাঁহাতি স্পিনে ৩১তম ওভারে স্টাম্পিং হয়েছেন। ৯১ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৫৮ রান করেন তিনি। একই ওভারে রাচিন রবীন্দ্রকে (০) এলবিডব্লিউ করে নিউজিল্যান্ডকে বিপর্যয়ে ঠেলে দেন নাসুম। এরপর অবশ্য দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছেন টম ব্লান্ডেল (১৯ বলে ৮*) ও কোল ম্যাকনকি (১০ বলে ৮*)।
কিন্তু দ্বিতীয় দফা বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। হালকা সেই বৃষ্টি কিছুক্ষণ পর থামলে খেলা শুরুর প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু পুনরায় বৃষ্টি নামে এবং আর ম্যাচ শুরু করা যায়নি। তাই শেষ পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ পর্যন্তই থেকেছে নিউজিল্যান্ডের ইনিংস। ৯টা ৬ মিনিট পর্যন্ত সময় ছিল খেলা শুরুর নির্ধারিত সময়। তবে বৃষ্টির পরিস্থিতি দেখে আধা ঘণ্টা আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। মিরপুরে ওয়ানডে পরিত্যক্ত হওয়ার ঘটনা বিরল। এখানে গত ১৭ বছরে অনুষ্ঠিত ১১৮ ওয়ানডের মধ্যে এটি মাত্র দ্বিতীয়বার ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ২০১৪ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের একটি ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল। তবে এই ম্যাচে ঝলক দেখিয়েছেন দুই বোলার। মুস্তাফিজ ৭ ওভারে ১ মেডেনে ২৭ রানে ৩টি ও নাসুম ৮ ওভারে ৩ মেডেনে ২১ রানে ২টি উইকেট নিয়েছেন।