ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

উপবৃত্তি নিয়ে সুখবর 

প্রকাশিত: ১৮:২৩, ২৬ আগস্ট ২০২৩

উপবৃত্তি নিয়ে সুখবর 

ফাইল ছবি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ইবতেদায়ী মাদরাসা শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে চায় সরকার। ইতিমধ্যেই উপবৃত্তি প্রদানের খসড়া নীতিমালা তৈরি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন।

তিনি বলেন, উপবৃত্তির তালিকা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছি। তিনি অনুমোদনও দিয়েছেন। এরপর নীতিমালা প্রণনয়নের কাজ চলছে। 

এছাড়া অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু নঈম গণমাধ্যমকে বলেন, উপ-বৃত্তির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। এতে তারা নীতিগতভাবে একমত হয়েছেন। এরপর আমাদেরকে একটা নীতিমালা তৈরি করতে বলা হয়। আমরা নীতিমালা- কীভাবে দেবো, কারা সুবিধাভোগী হবে এসব বিষয় নিয়ে একটা খসড়া তৈরি করেছি। এটা নিয়ে গত সপ্তাহে একটা বৈঠকও হয়েছে। এরপর এই খসড়া এ সপ্তাহেই মন্ত্রণালয়ে পাঠাবো। এটা অনুমোদন হলেই উপবৃত্তি দেয়া শুরু করতে পারবো। 

তিনি আরও বলেন, আশা করছি এক মাসের মধ্যেই উপ-বৃত্তি দেয়া শুরু করতে পারবো।

এমএম

×