ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

তৃতীয় বাংলাদেশী হিসেবে ৭ হাজার ওয়ানডে রান

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মুশফিকের

মো. মামুন রশীদ

প্রকাশিত: ০০:০৪, ২১ মার্চ ২০২৩

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মুশফিকের

সেঞ্চুরির রেকর্ড মুশফিকের

মাঝে কিছুটা বাজে সময়ের মধ্য দিয়ে গেছেন। বিশেষ করে টি২০ ফরম্যাটে যেভাবে ব্যাট করা শোভনীয় তার ধারেকাছেও ছিলেন না। তাই বেশ সমালোচিত হয়েছেন। শেষ পর্যন্ত আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিতে হয়েছে তাকে। তবে সেই মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে ৭০ রানের ইনিংস খেলে ঘুরে দাঁড়ান। আর রীতিমতো ব্যাট হাতে ফুঁসে উঠলেন সোমবার। করলেন ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। মাত্র ৬০ বলেই ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করেছেন তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ইনিংসের শেষ বলে ১ রান নিয়ে এই শতক পূর্ণ করেন। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ২০০৯ সালের আগস্টে সাকিব আল হাসানের করা ৬৩ বলের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন মুশফিক। এখন সাকিবের ৯ সেঞ্চুরির রেকর্ডও স্পর্শ করেছেন তিনি। আর এর মাধ্যমে তৃতীয় বাংলাদেশী হিসেবে পেরিয়ে গেছেন ৭ হাজার রান। আইরিশদের বিপক্ষে আগের ম্যাচেই দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ৭ হাজার রান করেন সাকিব। 
পুণ্যভূমি হিসেবে পরিচিত সিলেটে বাংলাদেশ দলের ওয়ানডে রেকর্ড বেশ দুর্দান্ত। এখানে খেলতে নামলেই যেন টাইগারদের সামর্থ্য বেড়ে যায় কয়েক গুণ। তাই সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে সর্বাধিক দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। সোমবার টস হেরে আবার ব্যাটিংয়ে নামে টাইগাররা। সকালে বৃষ্টির কারণে মাঠে কিছুটা আর্দ্রতা থাকার সদ্ব্যবহার করতে চেয়েছে আয়ারল্যান্ড দল। সেই সুযোগটা কাজে লাগিয়ে প্রথম দিকে বাংলাদেশী ব্যাটারদের চাপে রাখতেও সক্ষম হয়েছে তারা।

কিন্তু পরে লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর বিধ্বংসী ব্যাটিংয়ে দারুণ অবস্থানে পৌঁছে বাংলাদেশ দল। রানের গতিও বেড়ে যায়। ২৬তম ওভারে লিটন ৭১ বলে ৩ চার, ৩ ছক্কায় ৭০ রানে সাজঘরে ফেরেন। আর ৩৪তম ওভারের দ্বিতীয় বলে শান্ত ৭৭ বলে ৩ চার, ২ ছক্কায় ৭৩ রানে আউট হলে ক্রিজে আসেন মুশফিক। আগের ম্যাচে ২৬ বলে ৪৪ রানের একটি গতিময় ইনিংস উপহার দেওয়া মুশফিক কিছুটা দেখেশুনেই শুরু করেন এদিন। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা তাওহিদ হৃদয় এদিনও দুর্দান্ত ব্যাটিং করেছেন।

তিনি নামার কিছু পরেই যোগ দেন তার ক্রিকেট ক্যারিয়ারের ‘আইডল’ মুশফিক। দু’জন মিলে আগের ম্যাচে পঞ্চম উইকেটে ৪৯ বলে ৮০ রানের বিস্ফোরক জুটি গড়েছিলেন। এবারও সাবলীল ছন্দে ব্যাট চালাতে থাকেন দু’জন। লিটন-শান্তর গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে নির্ভার হয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন তারা। দ্রুতই মুশফিক বিধ্বংসী হয়ে ওঠেন। অন্য প্রান্তে দাঁড়িয়ে তাওহিদ উপভোগ করেছেন তার আদর্শ ব্যাটারের তা-ব। মাত্র ৩৩ বলে অর্ধশতক পেয়ে যান মুশফিক। পঞ্চম উইকেটে তাওহিদ-মুশফিক ১২৮ রানের জুটি গড়েন মাত্র ৭৮ বলে। এতেই আরেকটি বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যায় বাংলাদেশ।
ফিফটি পেরিয়ে ৫৫ রানে পৌঁছুতেই নতুন এক মাইলফলক স্পর্শ করেন মুশফিক। আইরিশদের বিপক্ষে গত ম্যাচে সাকিব দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ৭ হাজার ওয়ানডে রান পূর্ণ করেন। এবার তার সঙ্গী হয়েছেন মুশফিকও। তামিম প্রথম বাংলাদেশী হিসেবে ৭ হাজার ওয়ানডে রান করে ৮ হাজার পেরিয়ে গেছেন। তবে এই ৩ জনের মধ্যে দ্রুততম ৭ হাজার তামিমের। তিনি ২০৪ ইনিংসে, সাকিব ২১৬ ইনিংসে এবং মুশফিক সবচেয়ে ধীরগতিতে ২২৯ ইনিংসে ৭ হাজার ওয়ানডে রান পূর্ণ করলেন। অথচ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে বেশ আলোচনা চলছে। ইতোমধ্যেই টি২০ ফরম্যাটে সাকিব ব্যতীত আর কোনো সিনিয়র ক্রিকেটার নেই।

মাহমুদুল্লাহ রিয়াদ টি২০ স্কোয়াডের পর ওয়ানডে থেকেও বাদ পড়েছেন এবার। মুশফিককে নিয়েই তাই পরবর্তী আলোচনা চলছিল। তবে সময়মতো নিজের জাত চেনাতে শুরু করেছেন মিডলঅর্ডারের অন্যতম নির্ভরতা মুশফিক। হৃদয় ৪৯ রানে সাজঘরে ফেরার পর মুশফিক একাই আইরিশ বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন। এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। 
গ্রাহাম হিউমের করা একেবারে ইনিংসের শেষ বলে সিঙ্গেলস নিয়ে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পান তিনি। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বাধিক ১৪ সেঞ্চুরি তামিমের। এখন দ্বিতীয় সর্বাধিক ৯টি সেঞ্চুরি সাকিব-মুশফিকের। ৬০ বলে ১৪ চার, ২ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন মুশফিক।

এর আগে বাংলাদেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি সাকিবের ছিল ৬৩ বলে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৯ সালে। এখন দ্রুততম মুশফিক। ২০২১ সালের ২৫ মে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ১২৫ রান করেন। এরপর ১৬ ইনিংস ব্যাট করে মাত্র ৩ ফিফটি পেয়েছেন। অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক। ৬ নম্বর পজিশনে ব্যাট করে এটি তার প্রথম এবং বাংলাদেশের পক্ষে পঞ্চম সেঞ্চুরির ঘটনা।