ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রোটিয়া বোলিংয়ে বিধ্বস্ত ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৩৪, ২০ আগস্ট ২০২২

প্রোটিয়া বোলিংয়ে বিধ্বস্ত ইংল্যান্ড

ওলি পোপের উইকেট লাভের পর এভাবেই আনন্দ-উল্লাসে মেতে উঠে প্রোটিয়া শিবির

ব্রেন্ডন ম্যাককুলামকে কোচ এবং বেন স্টোকসকে অধিনায়ক করে টেস্টেও আগ্রাসী ক্রিকেটের পসরা সাজিয়ে আবির্ভূত হয় ইংল্যান্ডঘরের মাঠে ডিফেন্ডিংচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে উড়িয়ে দেয়সেই তারাই এবার ক্রিকেটের মক্কা লর্ডসে বিধ্বস্ত হল প্রোটিয়াদের কাছেসিরিজের প্রথম টেস্টে মাত্র তিন দিনেই দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ১২ রানের বড় ব্যবধানে হারল ইংলিশরা

প্রথম ইনিংসে ৪৫ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৭.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে গেছে স্টোকসের দলব্যাটিং ব্যর্থতাই স্বাগতিকদের ডুবিয়েছেপ্রথম ইনিংসে ওলি পোপ সর্বোচ্চ ৭৩ রান করেন, স্টোকস ২০, স্টুয়ার্ট ব্রড ১৫মূলত কাগিসো রাবাদার তা-বে বেসামাল হয়ে পড়ে তারাকৃষ্ণাঙ্গ এ প্রোটিয়া পেসার নেন ৫ উইকেটএনরিখ নরকিয়া ৩ ও মার্কো জানসেন ২দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকারি নরকিয়ার তোপের মুখে পড়ে ইংল্যান্ড

স্টুয়ার্ট ব্রড ৩৫ ও এ্যালেক্স লিস করেন ৩৫ রানস্টোকস ২০, জ্যাক ক্রাউলি ১৩ ও জনি বেয়ারস্টো ১৮প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩২৬ রানের চ্যালেঞ্জিংস্কোরের অন্যতম রূপকার সারেল এরউই করেন সর্বোচ্চ ৭৩ রানওপেনিংয়ে তার সঙ্গী অধিনায়ক ডিন এলগারের ব্যাট থেকে আসে ৪৭ রানমার্কো জানসেন ৪৮ ও শেষ দিকে কেশভ মহারাজ ৪১ ও নরকিয়া অপরাজিত ২৮ রানের ইনিংস উপহার দেন৩টি করে উইকেট নেন স্টোকস ও ব্রড

×