
রশিদ খান
আয়ারল্যান্ড সফরে টানা দুই হারে শুরুতেই পিছিয়ে পড়েছিল আফগানিস্তান। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় মোহাম্মদ নবীর দল। তবে ওই তিন ম্যাচেই রশিদ খান ছিলেন বড্ড ম্লান। ক্যারিয়ারে এই প্রথম টানা তিন টি২০ ম্যাচে ছিলেন উইকেটশূন্য। চতুর্থ ম্যাচে ব্যাটে-বলে জ্বলে উঠলেন বড় তারকা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৭ রানের জয়ে ২-২এ সমতায় ফিরল আফগানিস্তান। ১১ ওভারে ৬ উইকেটে ১৩২ রানের বড় স্কোর গড়ে অতিথিরা।
জবাবে ১০৫ রানে অলআউট হয় আইরিশরা। ১ চার ও ৩ ছক্কায় ১০ বলে অপরাজিত ৩১ রান করার পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রশিদ। নাজিবুল্লাহ জাদরান ২৪ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় খেলেন ৫০ রানের বিধ্বংসী ইনিংস। ১৩ বলে ২৪ করেন রহমানুল্লাহ গুরবাজ। ওদিকে মঙ্গলবার আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আমিরাতে ২৭ আগস্ট শুরু হতে যাওয়া আসরে নবীর ডেপুটির দায়িত্ব পালন করবেন নাজিবুল্লাহ জাদরান। তারকা ক্রিকেটারদের প্রায় সবাই স্কোয়াডে আছেন। বাদ পড়েছেন কেবল গুলবাদিন নাইব, দলে ফিরেছেন সামিউল্লাহ শিনওয়ারি। দুবাইয়ে বি-গ্রুপে প্রথম দিনেই আফগানদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৩০ আগস্ট শারজায় গ্রুপের আরেক দল বাংলাদেশের মুখোমুখি হবে নবীর দল।