ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রশিদ খান ঝলকে সমতায় আফগানরা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩১, ১৭ আগস্ট ২০২২

রশিদ খান ঝলকে সমতায় আফগানরা

রশিদ খান

আয়ারল্যান্ড সফরে টানা দুই হারে শুরুতেই পিছিয়ে পড়েছিল আফগানিস্তানতৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় মোহাম্মদ নবীর দলতবে ওই তিন ম্যাচেই রশিদ খান ছিলেন বড্ড ম্লানক্যারিয়ারে এই প্রথম টানা তিন টি২০ ম্যাচে ছিলেন উইকেটশূন্যচতুর্থ ম্যাচে ব্যাটে-বলে জ্বলে উঠলেন বড় তারকাবৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৭ রানের জয়ে ২-২এ সমতায় ফিরল আফগানিস্তান১১ ওভারে ৬ উইকেটে ১৩২ রানের বড় স্কোর গড়ে অতিথিরা

জবাবে ১০৫ রানে অলআউট হয় আইরিশরা১ চার ও ৩ ছক্কায় ১০ বলে অপরাজিত ৩১ রান করার পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রশিদ।  নাজিবুল্লাহ জাদরান ২৪ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায়  খেলেন ৫০ রানের বিধ্বংসী ইনিংস১৩ বলে ২৪ করেন রহমানুল্লাহ গুরবাজওদিকে মঙ্গলবার আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)

আমিরাতে ২৭ আগস্ট শুরু হতে যাওয়া আসরে নবীর ডেপুটির দায়িত্ব পালন করবেন নাজিবুল্লাহ জাদরানতারকা ক্রিকেটারদের প্রায় সবাই স্কোয়াডে আছেনবাদ পড়েছেন কেবল গুলবাদিন নাইব, দলে ফিরেছেন সামিউল্লাহ শিনওয়ারিদুবাইয়ে বি-গ্রুপে প্রথম দিনেই আফগানদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা৩০ আগস্ট শারজায় গ্রুপের আরেক দল বাংলাদেশের মুখোমুখি হবে নবীর দল

×