
দারিয়া কাসাতকিনা
মুবাদালা সিলিকন ভ্যালি ক্ল্যাসিকের শিরোপা জিতলেন দারিয়া কাসাতকিনা। রবিবার ফাইনালে তিনি ৬-৭ (২/৭), ৬-১ এবং ৬-২ গেমে পরাজিত করেন আমেরিকার শেলবি রজার্সকে। সেইসঙ্গে চলতি মৌসুমের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন রাশিয়ান তারকা। যা তার ক্যারিয়ারের মোট পঞ্চম ট্রফি।
গত বছর সেন্ট পিটার্সবার্গে সর্বশেষ কোন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিলেন দারিয়া কাসাতকিনা। এরপর নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারছিলেন না তিনি। চলতি মৌসুমের শুরু থেকে বিভিন্ন টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করলেও কোন টুর্নামেন্টের শিরোপা জয় তো দূরের কথা সেমিফাইনালের বাধাই অতিক্রম করতে পারেননি রাশিয়ান তারকা। এই সময়ে তার সেরা সাফল্য ছিল ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করা।