ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তামিম-লিটনের দৃঢ়তায় ভালো সংগ্রহের পথে বাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৪, ৫ আগস্ট ২০২২

তামিম-লিটনের দৃঢ়তায় ভালো সংগ্রহের পথে বাংলাদেশ

ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের সামনে।  উদ্বোধনী জুটি অধিনায়ক তামিম ইকবাল ও লিটন কুমার দাসের ব্যাটিংয়ে দারুণ ছন্দময় বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান। ৫৭ রান নিয়ে তামিম ও ৪২ রানে ক্রিজে আছেন লিটন। 

জিম্বাবুয়ে সফরে আগের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্যবধানে হেরে চাপে আছে তামিমের দল। তবে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে ক্রিকেটে এখন এক বড় নাম বাংলাদেশ। ২০১৫ সাল থেকে একদিনের ফরম্যাট দারুণ ছন্দে আছে টাইগাররা। 

তারই ধারাবাহিকতায় ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছে দল। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ৩ বছর পর পঞ্চাশ ওভারের দলে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। ২০১৯ সালের পর কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পান বিজয়।

আজ বিজয় দলে ঢুকায় বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ফিরেছেন মুশফিকুর রহিমও। 

×