ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২২ বছরে বদলায়নি পরিস্থিতি

ঘরের মাঠে নিয়মিত টেস্ট জিততে চান সাকিব

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ১৪:৪০, ২৯ জুন ২০২২

ঘরের মাঠে নিয়মিত টেস্ট জিততে চান সাকিব

সাকিব

টেস্ট ফরমেটে কতখানি নাজুক অবস্থায় তারা প্রমাণ করল আরেকবারসেজন্যই অধিনায়ক সাকিব আল হাসান দাবি করলেন, টেস্টে ভালো করার জন্য সব বিভাগেই উন্নতি করতে হবে বাংলাদেশকেসেই সঙ্গে তিনি গুরুত্ব দিয়েছেন আগে ঘরের মাটিতে টেস্ট হার ঠেকানোর ওপরেকারণ দেশের বাইরে গিয়ে অনেক বড় দলও খারাপভাবে হেরে যায়

দেশে কিংবা দেশের বাইরে কোথাও টেস্ট ক্রিকেটে ভাল করতে পারছে না বাংলাদেশ দল২২ বছরে বদলায়নি পরিস্থিতি, দুয়েকটি আচমকা দুর্দান্ত পারফর্মেন্স ব্যতীত আহামরি কোন কিছু নেইএ বিষয়ে সাকিব বলেন, ‘সবাই মিলে বসে চিন্তাভাবনা করে আমরা যদি এগোই, তো আমার ধারণা এক-দেড় বছর সময় পেলে নিয়মিত ভাল ফলাফল করা সম্ভবআমি বলব না  যে টেস্ট ম্যাচ জিততেই হবেকারণ, যখন কোন দেশ বাইরে সফর করে, সফরকারী সবাই আন্ডারডগ থাকেএখন নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন, ওরাও যখন বাইরে সিরিজগুলো খেলতে আসে হেরে যায়ইংল্যান্ডে যখন ওয়েস্ট ইন্ডিজ আসছে হেরে যাচ্ছে, অস্ট্রেলিয়া যখন অন্য দেশে যাচ্ছে হেরে যাচ্ছেভারত যখন অন্য দেশে যায় তখন তারাও, আবার ভারতে যখন কেউ আসে তারাও হেরে যায়আর সেজন্য সাকিব ঘরের মাটিতে দলের পারফর্মেন্সে উন্নতি দেখতে চানতিনি এড়াতে চান দেশের মাটিতে টেস্ট পরাজয়তিনি বলেন, ‘একটা জিনিস নিশ্চিত করতে হবে, আমরা যেন ঘরের মাঠে না হারিহয় আমরাও ড্র করব না হলে জিতবএই উন্নতিটা যদি হয়, আমাদের হয়তো অনেক দূরে নিয়ে যাবে বাইরের পারফর্মেন্সগুলোনা-ও যেতে পারি! কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটটা খেলব, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য।  সেজন্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে দেশের সিরিজগুলোতে খুব ভাল করে  খেলা যেন আমরা নিশ্চিত করি

 দেশের মাটিতেই জেতার সংস্কৃতিতে নিয়মিত হওয়া জরুরি বলে মনে করেন সাকিবতিনি বলেন, ‘হারব না বলাটা নেতিবাচক শোনায়কিন্তু, আমরা যেন জিতি, না জিতলেও সিরিজটা যেন ড্র ছাড়া অন্য কোন ফলাফল না হয়আমরা ভাল খেলি টেস্ট ম্যাচ ধারাবাহিকভাবেআপনাকে আগে ঘরে ভাল খেলা নিশ্চিত করতে হবে, তখন আপনি যখন দুইটা এ্যাওয়ে সিরিজ খেলে একটাতে খারাপ করবেন সেটা আসলে চোখে ধরবে নাতো এই কারণে আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ঘরের মাঠে ভাল খেলিতিনি মনে করেন টেস্ট জেতার জন্য কিংবা ভাল পারফর্মেন্স দেখাতে হলে এখন সব বিভাগেই উন্নতি করতে হবে বাংলাদেশকেসেন্ট লুসিয়া টেস্ট শেষে তিনি বলেন, ‘আমরা সবসময় অনুভব করছি যে টেস্ট ফরমেট সবসময়ই কঠিন

×