ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইকার্দির জাদুতে ডার্বি ইন্টারের

প্রকাশিত: ০৭:১৫, ২৩ অক্টোবর ২০১৮

ইকার্দির জাদুতে ডার্বি ইন্টারের

স্পোর্টস রিপোর্টার ॥ মিলান ডার্বিতে নাটকীয় জয় পেয়েছে ইন্টার মিলান। এসি মিলানের বিপক্ষে সিরি এ লীগের ওই দুই নগরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে রবিবারের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ফলাফল ছিল গোলশূন্য ড্র। পয়েন্ট ভাগাভাগি করেই ম্যাচ শেষের স্বপ্ন দেখছিল দুই দলের সমর্থকরা। কিন্তু না, তা আর হতে দেননি মাউরো ইকার্দি। ম্যাচের অতিরিক্ত সময়ের ৯২ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। এই জয়ের ফলে ইতালিয়ান সিরি এ লীগের তৃতীয় স্থানে অবস্থান করছে ইন্টার। ইতালিয়ান সিরি এ লীগে মিলান ডার্বি মানেই সমর্থকদের জন্য অন্যরকম এক বিনোদনের উৎস। এই ম্যাচের আগেও ভক্ত অনুরাগীদের মধ্যে ছিল বাড়তি উত্তাপ। আগের মৌসুমে একই রকম ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন ইকার্দি। সানসিরোতে অনুষ্ঠিত নতুন মৌসুমের প্রথম ডার্বিতেও গোল করে দলকে উদ্ধার করলেন তিনি। ডান প্রান্ত থেকে মাটিয়াস ভেসিনোর ক্রসের বল লুফে নেয়ার জন্য এগিয়ে এসেছিলেন এসি মিলানের গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারমা। কিন্তু দুর্ভাগ্যবশত বলের ফ্লাইট মিস করেন তিনি। তাতেই বলটি সামনে পেয়ে যান ইন্টারের স্ট্রাইকার ইকার্দি। বল পেয়ে ফাঁকা জালে সেটিকে চালান করতে মোটেও ভুল করেননি এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এই জয়ের ফলে সব ধরনের ম্যাচে টানা ৭ বারের মতো জয়ের ধারা অব্যাহত রেখেছে ইন্টার মিলান। মৌসুমের ৯ ম্যাচের সূচনা লগ্নে একমাত্র হারের স্বাদ নিয়েছে তারা। এই নিয়ে ক্লাবের হয়ে সর্বশেষ ৫ ম্যাচ থেকে ৫টি গোল করেছেন ইকার্দি। আর্জেন্টিনার এই তারকা অবশ্য ম্যাচের ১১ মিনিটেই গোলের দেখা পেয়েছিলেন। কিন্তু তার ওই গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। এরপর রাজা নানগোলানের সঙ্গে বিপজ্জনক চ্যালেঞ্জের কারণে হলুদ কার্ড দেখতে হয়েছে সতীর্থ লুকাস বিগলিয়াকে। কিন্তু পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় তার কোন দোষ ছিল না। যে কারণে তাকে শাস্তি থেকে মুক্তি দেয়া হয়। বর্তমান বিশ্ব ফুটবলে যে ক’জন প্রতিভাবান ফুটবলার রয়েছেন, তাদের মধ্যে ইকার্দিও একজন। তাকে দলে ভেড়াতে বিশ্ব ক্লাব ফুটবলের সেরা সেরা দল চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ আলাদা করেই দৃষ্টি রাখছে ইকার্দির দিকে। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের হয়ে গোল করাটা তার অবশ্য নতুন কিছু নয়। ১৯১ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ১১৩ বার বল জড়িয়েছেন তিনি। এই সময়ে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৫ গোল। তবে এসি মিলানের বিপক্ষে রবিবার গোল করে নতুন একটা রেকর্ডও গড়েছেন মাউরো ইকার্দি। ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে ডার্বিতে টানা পাঁচ ম্যাচে গোলের অবিস্মরণীয় রেকর্ড গড়লেন তিনি। তার আগে প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছিলেন মিলানের এমারিলদো। ১৯৬৪-৬৬ সালে। প্রথম ফুটবলার হিসেবে ডার্বিতে টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেয়েছিলেন এমারিলদো। রবিবার শেষ মুহূর্তে নাটকীয় গোল করে দলকে জয় উপহার দিতে পেরে দারুণ খুশি আর্জেন্টাইন স্ট্রাইকার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সপ্তাহের পুরোটা সময়ই বলেছি আমাদের ডার্বি জিততে হবে। ম্যাচে আমাদের অনেক সুযোগ এসেছে। গোলভারে লেগেছে, গোল বাতিল করা হয়েছে। যে কারণে এই ম্যাচে আমরাই জয়ের যোগ্য ছিলাম। এমন ম্যাচ ৯২ মিনিটে জেতায় উপভোগ্যটা আরও বেশি আনন্দময়।’ রবিবার অনুষ্ঠিত লীগের অন্য ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে আটালান্টা এবং ল্যাজিও। ল্যাজিও এদিন ২-০ গোলে পরাজিত করে পারমাকে। আটালান্টা ৫-১ গোলে চিয়েভোকে পরাজিত করেছে। এছাড়া ফ্রোসিনোন ৩-৩ গোলে এম্পলির সঙ্গে, বোলোগনা ২-২ ব্যবধানে তুরিনোর সঙ্গে এবং ফিওরেন্টিনা ১-১ গোলে ড্র করেছে ক্যালিয়ারির সঙ্গে। তবে লীগ টেবিলে শীর্ষে যথারীতি জুভেন্টাস। বর্তমান চ্যাম্পিয়নরা মৌসুমের প্রথম ৯ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে নেপোলি।
×