ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের শুভ সূচনা

নিউজিল্যান্ডকে হারিয়ে দিল নেপাল

প্রকাশিত: ০৫:৩৫, ২৯ জানুয়ারি ২০১৬

নিউজিল্যান্ডকে হারিয়ে দিল নেপাল

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় দিনেই অঘটন ঘটল। নিউজিল্যান্ড যুব দলকে হারিয়ে দিল নেপাল যুব দল। ৩২ রানে জয় পেল নেপাল। অনুমিতভাবে ভারত যুব দল শুভ সূচনা করেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কাও জিতেছে। আয়ারল্যান্ডকে ৭৯ রানে উড়িয়ে দিয়েছে ভারত। আফগানিস্তানকে ৬ উইকেটে পাকিস্তান ও কানাডাকে ১৯৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিউজিল্যান্ড-নেপাল ম্যাচটি হয়। টস জিতে নিউজিল্যান্ড। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নেপাল সুযোগটি কাজে লাগায়। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান করে। রাজু রিজাল সর্বোচ্চ ৪৮ রান করে। নাথান স্মিথ নেয় ৩ উইকেট। জবাব দিতে নেমে দিপেন্দ্র সিং আইরির (৩/২৪) বোলিং তোপে ৪৭.১ ওভারে ২০৬ রান করতেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ৫২ রান করে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করে সরফরাজ খানের ৭৪ ও ওয়াশিংটন সুন্দারের ৬২ রানে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান করে ভারত। ররি এ্যান্ডার্স ও জসুয়া লিটল ৩টি করে উইকেট নেয়। জবাবে ৪৯.১ ওভারে ১৮৯ রান করতেই অলআউট হয়ে যায় আইরিশরা। উইলিয়াম ম্যাকক্লিটক ৫৮ ও লোরকান টাকার ৫৭ রান করে। রাহুল বাথাম ৩ উইকেট নেয়। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখানোয় সরফরাজ খান ম্যাচ সেরা হয়েছে। ভীষন উচ্ছ্বসিত সরফরাজ। তবে সন্তুষ্ট হতে পারেনি। কেন? নিজেই বলেছে, ‘খুশি। তবে সন্তুষ্ট হতে পারছিনা। আমি আরও বেশি রান করতে চেয়েছি। শুরুতে অনেক চাপ মিলেছে। আমি আরও বেশি সময় উইকেটে থাকতে চেয়েছি। (রাহুল) দ্রাবিড় অসাধারণ কোচ। আমাদের পেসাররাও দারুণ বল করেছে। নতুন বল ও শেষে দুর্দান্ত বোলিং করেছে।’ অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ তিনবার জিতেছে ভারত। এবার চতুর্থবার জেতার মিশনে খেলছে। তাতে করে শুরুটাও ভাল হয়েছে। আয়ারল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত।
×