ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মিরাজের ইতিহাস গড়া দিনে জিম্বাবুয়ে গুঁড়িয়ে গেল

প্রকাশিত: ২০:২১, ৩০ এপ্রিল ২০২৫

মিরাজের ইতিহাস গড়া দিনে জিম্বাবুয়ে গুঁড়িয়ে গেল

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ মাস পর ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হলো।

এই টেস্ট জয়ে বড় অবদান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি বল হাতেও তুলে নিয়েছেন পাঁচ উইকেট। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০০ রান ও ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

তৃতীয় দিনের শুরুতে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। আগের দিন অপরাজিত থাকা তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ গড়েন ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। দলীয় ৩৪২ রানে তাইজুল (২০) আউট হলে নতুন ব্যাটার হিসেবে নামেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব।

এরপর মিরাজ ও তানজিম মিলে গড়েন ৯৬ রানের দৃঢ় জুটি। দশ নম্বরে নেমে অভিষেক টেস্টেই ৪১ রানের দারুণ ইনিংস খেলেন তানজিম, যা বাংলাদেশের ইতিহাসে টেস্ট অভিষেকে দশ নম্বরে দ্বিতীয় সর্বোচ্চ রান। তার বিদায়ের কিছু পরই শতক পূর্ণ করেন মিরাজ। ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে এনে দেন ২১৭ রানের লিড। সফরকারীদের হয়ে অভিষিক্ত ভিনসেন্ট মাসেকেসে ৫ উইকেট শিকার করেন।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই ধস নামে জিম্বাবুয়ে শিবিরে। দলীয় ৬৯ রানেই ফিরে যায় টপ ও মিডল অর্ডারের সব ব্যাটার। শেষ পর্যন্ত ১১১ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন মিরাজ, আর ৩ উইকেট নেন তাইজুল।

টেস্ট জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পেল টাইগাররা। সামনে ব্যস্ত সূচি—আগামী আগস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঢাকায় ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

এসএফ 

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার