ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

যে কৌশলে সফল জ্যোতি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০২, ৫ ডিসেম্বর ২০২৩

যে কৌশলে সফল জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি

দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম টি২০তে ১৩ রানের দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের ১৪৯ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর চেজ করার এক পর্যায়ে ৯ ওভারে বিনা উইকেটে প্রোটিয়াদের রান ছিল ৬৮। ম্যাচ তখন অনেকটাই প্রোটিয়াদের হাতের মুঠোয়। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। ১৩৮-এ থামিয়ে দেয় প্রতিপক্ষকে। অবিশ্বাস্য বোলিংয়ে ২৮ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন স্বর্ণা আক্তার। দলে আরও বোলার থাকলেও এই লেগ স্পিনারকে নিয়ে ‘জুয়া’ খেলেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ‘স্বর্ণা আমার অপশন হিসেবে থাকে, কিন্তু মূল বোলার না। গতকাল (রবিবার) সে অসাধারণ বোলিং করেছে।

আমার কিন্তু রাবেয়ার (খান) একটা ওভার ছিল। ফাহিমা (খাতুন) আপু, নাহিদা (সুলতানা) শেষ ওভার একটু বাজে করে গেছে। কিন্তু এরপরও আমি স্বর্ণাকে নিয়ে এসেছি। কারণ সে একটু জোরের ওপর বল করে, একটা জায়গায় করে যাওয়ার সামর্থ্য ওর আছে। দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের সেখানে ফাঁদে ফেলার চেষ্টা করেছি আমরা। আমি যে জুয়া খেলেছিলাম, সেটা কাজে লেগে গেছে।’ বলেন তিনি। টি২০তে প্রোটিয়াদের বিপক্ষে ১২ ম্যাচে বাংলাদেশের মেয়েদের মাত্র দ্বিতীয় জয় এটি, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম। এর আগে ২০১২ সালে মিরপুরে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। কিম্বার্লিতে তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয়টি বুধবার।

×