ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ছাত্রদল করার কারণেই কি এভাবে চলে যেতে হলো সাম্যকে? যা বললেন হাসিব

প্রকাশিত: ১২:২৬, ১৫ মে ২০২৫; আপডেট: ১২:২৯, ১৫ মে ২০২৫

ছাত্রদল করার কারণেই কি এভাবে চলে যেতে হলো সাম্যকে? যা বললেন হাসিব

ছবি :সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য-কে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাত করে হত্যা করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস ও ছাত্র রাজনীতি। 

নিহত সাম্য ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় কর্মী। এই পরিচয় ঘিরেই এখন উঠছে প্রশ্ন—ছাত্রদল করার কারণেই কি সাম্যকে এভাবে নির্মমভাবে হত্যা হতে হলো?

এই বিষয়ে মতভেদ থাকলেও, ছাত্ররাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এ প্রশ্ন এড়িয়ে যাওয়া কঠিন। অনেকের মতে, সাম্য যদি কোনও নির্দলীয় বা অথবা এনসিপি অথবা গণতান্ত্রিক ছাত্র সংসদের কর্মী হতেন, তবে হয়তো ক্যাম্পাসজুড়ে আরও ব্যাপক ঐক্যপূর্ণ প্রতিবাদ দেখা যেত। 

ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, “সাম্য ভাই আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘ দিনের সহযোদ্ধা। তিনি আমার কাছে একজন ছাত্রদল নেতা নন, বরং বিশ্ববিদ্যালয়ের বড় ভাই হিসেবে পরিচিত ছিলেন।”

তিনি জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকির মজুমদার ছাত্রদলের পাশে ছিলেন ।

তিনি আরও বলেন, ছাড়াও গতকাল রাতেও আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্যর হত্যার বিচারের দাবিতে মিছিল করেছি। গণতান্ত্রিক ছাত্র সংসদ আজকে সাম্য হত্যাকাণ্ডের বিচার এবং একটি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ভিসি স্যারসহ সংশ্লিষ্ট সবার কাছে স্মারকলিপি দিয়েছে।" 

তবে হাসিব এও বলেন, “ছাত্রদল এই ইস্যুতে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পথে হেঁটেছে। সবচেয়ে জরুরি ছিল—খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, যাতে আর কোনো সাম্যকে জীবন দিতে না হয়। ছাত্রদল যদি সব শিক্ষার্থীকে সাথে নিয়ে নিরাপদ ক্যাম্পাস গড়ার কাজ করত, তাহলে আন্দোলন আরও কার্যকর হতো।”

বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে, সোহরাওয়ার্দী উদ্যানসহ ঢাবি সংলগ্ন এলাকাগুলো মাদক সিন্ডিকেট ও অপরাধ চক্রের নিয়ন্ত্রণের। তাদের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে আজকের এই অপমৃত্যু ঘটেছে।

সা/ই

×