ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদ উপলক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনকল্পে প্রস্তুতি সভা 

নিজস্ব সংবাদদাতা, কালিয়াকৈর, গাজীপুর

প্রকাশিত: ১৯:০৫, ১৫ মে ২০২৫; আপডেট: ১৯:০৭, ১৫ মে ২০২৫

ঈদ উপলক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনকল্পে প্রস্তুতি সভা 

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট নিরসনকল্পে প্রস্তুতি সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মর্তার সভা কক্ষে এসভার আয়োজন করা হয়।

প্রতিবছর পবিত্র-ঈদ উল আজহার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে শুরু করে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত প্রচুর যাজটের সৃষ্টি হয়ে থাকে। এতে ঘরমুখো যাত্রীরা বেশ ভোগান্তির শিকার হয়। এবার যাতে যাত্রীরা ভোগান্তির শিকার ও সড়কে যানজটের সৃষ্টি না হয় সে জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কাজে সহযোগীতা করার জন্য শ্রমিক, মালিক এবং হাইওয়ে পলিশ ট্রাফিক পুলিশসহ শ্রমিক ফেডারেশনের সকলের প্রতি আহবান জানান। বিশেষ করে গাড়ির মালিকরা বাস রাস্তার উপর বাকা করে দাড় করিয়ে যানজটের সৃষ্টি করে। যে সব বাসের ড্রাইভার এসব কাজ করবে তাদের গাড়ী আটক করে ডাম্পিংয়ে দেওয়ার জন্য হাওয়ে পুলিশকে নির্দেশ প্রদান করা।

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, ঈদের সময় যানজট নিরশনের জন্য আমাদের সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সর্বত্নক সহযোগীতা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার আহাম্মেদ জানান পবিত্র ঈদ উপলক্ষ্যে এবার যানজট নিরসনকল্পে আগে থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনোভাবেই সড়কে যানজট সৃষ্টি হতে দেওয়া যাবেনা। সড়কে যাবাহন চলাচলের সাথে সংশ্লিষ্ট সকলকে কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে। যারা যানজটের সৃষ্টি করবে তাদের গাড়ী আটক করে সরাসরি ডাম্পিংয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃ পক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, বাংলাদেশ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শরীফুল আলম, কালিয়াকৈর থানার ওসি অপারেশন যোবায়ের আহাম্মেদ, নাওজোড় হাইওয়ে থানার ওসি মোঃ রইছ উদ্দিন, হাইওয়ে পুলিশের টি আই শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানসহ অন্যান্যরা। 

আসিফ

×