
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকা থেকে ১ হাজার ৫৭৩ পিস ইয়াবাসহ আব্দুল হালিম (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার বিকেলে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল হালিম উপজেলার নয়াবিল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি গ্রামের ইউসুফের ছেলে মাজম আলী ওরফে ছোট মাজম তার সহযোগি নয়াবিল ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হালিমকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন যাবত মাদক পাচার ও বেচাকেনা করে আসছিল। এমন অভিযোগে বুধবার বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশের একটি টিম মাজম আলীর বসতবাড়িতে তল্লাশি চালায়। এসময় ঘরে লুকিয়ে রাখা প্যাকেট ভর্তি ১ হাজার ৫৭৩ পিস ইয়াবা উদ্ধার করার পর তা জব্দ করা হয়। এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মাজম আলী পালিয়ে গেলেও তার সহযোগী আব্দুল হালিমকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেপ্তার আসামি আব্দুল হালিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে। একইসাথে অপর আসামি মাজম আলীকে গ্রেপ্তার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
রাজু