ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সাপাহারে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা

নাসির হায়দার, সাপাহার (নওগাঁ)

প্রকাশিত: ১৯:১২, ১৫ মে ২০২৫

সাপাহারে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা

ছবি: জনকণ্ঠ

নওগাঁর সাপাহারে দীর্ঘ কয়েক বছর ধরে আমের মৌসুমে তীব্র যানজট পরিচিত পরিস্থিতি। যানজটের কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ চরম ভোগান্তিতে পড়তে হয় চিকিৎসাসেবা প্রত্যাশী বিভিন্ন মানুষকে। এবার যানজট কমাতে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ এলাকাবাসীকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করেছেন।

উপজেলা প্রশাসনের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে মাইকিং করা হয়। এতে বলা হয় শুক্রবারের (১৬ মে) মধ্যে মেইন রাস্তা থেকে ১০ ফিট বা তার অধিক পরিমান জায়গা দখলমুক্ত করা হবে। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাপাহার বাজারে যেতে বিভিন্ন প্রবেশ পথ- থানা রোডের চারাগাছ হাটি, পয়েন্ট, তাজপুর , ডাঙ্গাপাড়া, আগ্রাদ্বিগুণ রোডের তেতুলতলা  কিংবা গোডাউনপাড়া থেকে জিরো পয়েন্টসহ আম মৌসুমে মেইন রাস্তার দুই পাশের উভয় দিকের ১০ ফিট করে স্থান ফাঁকা রাখতে বলা হয়েছে। অপরদিকে, জনসচেতনতা বাড়াতে বাজারে জনসাধারণের মাঝে কাউন্সিলিংও করা হয়েছে দফায় দফায়।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আম মৌসুমে দীর্ঘ কয়েক বছরের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসন রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ গ্রহণ করেছে।

এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ জানান, “আম মৌসুমে জনগণের ও বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাস্তার দু'ধারের অবৈধ স্থাপনা দ্রুত নিজ উদ্যোগে উচ্ছেদের আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

সাপাহার সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হোসেন বলেন,'আমের মৌসুমে সবচেয়ে আমাদের কষ্ট বেশী হয়। পাঁচ মিনিটের রাস্তা এক ঘন্টাও লেগে যায়। ফুটওভার ব্রিজ হলে ভালো হয়।'

উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপে এবার এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা করছেন এলাকার সচেতন মহল।  

মুমু

×