ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আইনজীবী হাবিবুর রহমান

শিবির আদর্শ ছেড়ে পুঁজিবাদী জানাকে ঢুকতে চাচ্ছে কেন?

প্রকাশিত: ১৬:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

শিবির আদর্শ ছেড়ে পুঁজিবাদী জানাকে ঢুকতে চাচ্ছে কেন?

ছবিঃ সংগৃহীত।

সম্প্রতি ছাত্রদের নতুন দল নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা চলছে। এরই মধ্যে আলোচনায় এসেছে সাবেক শিবির নেতা মির্জা গালিবের ফেসবুক পোস্ট যেখানে তিনি ছাত্রদের নতুন দলে শিবিরের অবস্থান নিয়ে কথা বলেছেন। 

এবার নতুন দল এবং শিবির নিয়ে মুখ খুলেছেন বিএনপিপন্থী তরুণ আইনজীবী হাবিবুর রহমান। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, শিবির আমাদেরকে বলে, আমাদের কোনো আদর্শ নাই। তাদের ভাষায়,  কট্টর ডান বা বাম না হলে সেটা ইডিওলজির মধ্যে পড়ে না। কিন্তু এখন তারা বিশুদ্ধ পুত:পবিত্র  আদর্শ রেখে খিচুড়ির মধ্যে এলাচি হতে চাচ্ছে কেন? জানাকের দল তো একটা পুঁজিবাদী দল ই হবে। তাহলে আদর্শ কোথায় তুলে রাখবে - শিকায় না -কি সিন্দুকে?

মুহাম্মদ ওমর ফারুক

×