বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে অনেক ধরনের খেলাধুলা চলছে। তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না। তারা বিএনপিকে বুঝতে পারছে না, এই বিএনপি তো সেই বিএনপি নয়। বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’
সোমবার বিকালে নগরীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,‘যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচিত সরকার দরকার। আওয়ামী লীগকে যদি বাতিল করতে হয় রাজনৈতিকভাবে তাহলে নির্বাচনের মাধ্যমে বাতিল করা সবচেয়ে সহজ। সেই বাতিল হবে স্থায়ী বাতিল। অন্যভাবে বাতিল কাজ হবে না, যদি অন্যভাবে বাতিল হয় তা সাময়িকভাবে কাজ করলেও দীর্ঘমেয়াদে কাজ করবে না।’
বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলাধুলা চলছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলাধুলা চলতেছে বাংলাদশে, অনেকে আমাকে বলে আবার কী শুরু হয়েছে?
আমি বলি চিন্তার কারণ নেই। খেলাধুলা যারা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না। তারা বিএনপিকে বুঝতে পারছে না, এই বিএনপি তো সেই বিএনপি নয়। এই বিএনপি শক্তিশালী অবস্থানে। এর শেকড় অনেক গভীরে চলে গেছে।বিএনপিকে টলানোর কারও সাধ্য নাই।বিএনপিকে জোর করে ক্ষমতার বাইরে রাখার যে তাদের ভাবনা ছিল,ওই ওয়ান ইলেভেনের যে বিরাজনীতিকরণ, আমার নতুন চিন্তুা , নতুন ভাবনা, ক্ষমতার কিছু স্বাদ তো পেয়েছেন কেউ কেউ । মনে করছেন, এ ক্ষমতা ধরে রাখলে মন্দ কি? কিন্তু এ স্বাদ পাবার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য গত ১৬ বছর যুদ্ধ করেছে।’
আমীর খসরু আরও বলেন, ‘বিএনপিকে ভাঙার সবধরনের চেষ্টা হয়েছে, কিছু বাকি নেই। গুম, খুন এমনকি জেলে রেখে খালেদা জিয়াকে চিকিৎসা দেয়নি, এরপরও তিনি টলেন নাই। বিএনপির নেতাকর্মীরা টলে নাই। সবার অবস্থান শক্ত। এজন্য আজকে বাংলাদেশের মানুষের মর্যাদা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় অপেক্ষা করছে, তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছে। নির্বাচিত সংসদ সরকার করার অপেক্ষা করছে জনগণ। যে নির্বাচিত সংসদ সরকার, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। অন্যকোনো সরকার দায়বদ্ধ থাকবে না, জবাবদিহি থাকবে না।’
তাবিব