ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীসহ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশিত: ১৯:৩৩, ৪ সেপ্টেম্বর ২০২৩; আপডেট: ১৯:৩৩, ৪ সেপ্টেম্বর ২০২৩

মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীসহ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

শামা ওবায়েদ ও মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস মিরা রেজনিক 

মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীসহ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শামা ওবায়েদ গুলশানের বে-টাওয়ারের এক রেস্টুরেন্টে বৈঠক করেছেন।

আরও পড়ুন :লাফিয়ে লাফিয়ে কমবে বাড়ির ইলেকট্রিক বিল

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত বৈঠক করেন তারা। এসময় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস মিরা রেজনিকসহ ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল উপস্থিত ছিল।

 বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে আরও ছিলেন এশিয়া টিম লিড (আঞ্চলিক নিরাপত্তা এবং অস্ত্র স্থানান্তর) ছিলেন মি. ট্যামি রোটেজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা মিস ম্যারি ভারগাস।

 

এস

×