ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সব প্রার্থীর প্রচারে সিলেটে উৎসব আমেজ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস

প্রকাশিত: ০০:০২, ৩ জুন ২০২৩

সব প্রার্থীর প্রচারে  সিলেটে উৎসব  আমেজ

.

শুক্রবার বিকেলে সিলেট নগরীর প্রতিটি এলাকায় নৌকার সমর্থনে মিছিল বের হয়আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা নিয়ে তারুণ্যের উচ্ছ্বাস প্রচারে ভিন্ন মাত্রা যোগ হয়একসঙ্গে সব প্রার্থীর প্রচারে নগরীতে উসবের আমেজ সৃষ্টি হয়প্রতীক পেয়ে বিএনপিপন্থি কাউন্সিলর প্রার্থীরাও মাঠে প্রচার শুরু করেছেন

শুক্রবার সকাল থেকেই হাজারো নেতাকর্মীর ভিড় লেগে যায় নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়সবার কাছে দোয়া চেয়ে এবং শুভেচ্ছা বিনিময় করে আনোয়ারুজ্জামান চৌধুরী রওয়ানা হন নির্বাচন কার্যালয়ে

শুক্রবার প্রতীক বরাদ্দের পর পাল্টে গেছে নগরীর চিত্রজুমার  নামাজের পর থেকে প্রার্থীদের নানামুখী তপরতায় সরগরম হয়ে ওঠে চারদিকপ্রার্থীরা মসজিদে নামাজ আদায় করে স্থানীয় লোকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সহযোগিতার  প্রত্যাশা ব্যক্ত করেনপ্রতীক বরাদ্দ পাওয়ার পরই প্রার্থীদের প্রতীক সংবলিত লিফলেট বিতরণ শুরু হয়ে যায়বিশেষ করে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিরা বেরিয়ে আসার সময় অপেক্ষমাণ যুবকরা সবার হাতে একটি করে লিফলেট তুলে দেনপ্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের পক্ষ থেকে এই ধরনের লিফলেট বিতরণ করতে দেখা যায়নামাজের পর নগরীতে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে মাইকিং শুরু হয়তার পক্ষ থেকে নগরবাসীকে সালাম আদাব জানিয়ে মাইকিং করা হয়

প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারে আনোয়ারুজ্জামান সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা) মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেনপ্রতীক বরাদ্দের পরপরই তিনি নগরীর মেন্দিবাগ ও উপশহর এলাকায় প্রচারে নামেনশুক্রবার সকালে প্রতীক পেয়ে তিনি নেতাকর্মীদের নিয়ে প্রচারকালে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের স্মরণীয়-বরণীয় অনেক রাজনৈতিক নেতা এই প্রতীক নিয়ে নির্বাচন করেছেনএই প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হওয়া অনেক রাজনৈতিক নেতার স্বপ্নআমার সেই স্বপ্ন পূরণ হয়েছে

মহানগরীর মেন্দিবাগ, উপশহর ও এর আশেপাশের এলাকায় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণের সময় তিনি পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন

গণসংযোগকালে আনোয়ারুজ্জামান চৌধুরী সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা চেয়ে নির্বাচিত হলে স্মার্ট নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমার প্রিয় নগরবাসী যদি ২১ জুন আমাকে নৌকা মার্কায় তাদের মহামূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমি আমার নগরবাসীকে স্বপ্নের স্মার্ট সিলেট উপহার দেবএ সময় আনোয়ারুজ্জামানের সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

কর আইনজীবীদের সঙ্গে মতবিনিময় নৌকার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আগামী ২১ জুন সিলেট সিটি নির্বাচনে যদি বিজয়ী হতে পারি, তাহলে সিলেটকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবতিলোত্তমা সিলেটের নগরীর অংশীদার হবে সকল নগরবাসী, কেউ বঞ্চনার শিকার হবে নানগরীর মেন্দিবাগস্থ কর আইনজীবীদের হলরুমে এ মতবিনিময় সভায় তিনি বলেন, সিলেট নগরীর ভাঙা রাস্তাঘাট, জলাবদ্ধতা ও মশার উপদ্রব চরম আকার ধারণ করেছেআমি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান হবেনির্বাচিত হতে পারলে মাস্টারপ্ল্যান করে সিলেটকে নতুনভাবে গড়ব

কর আইনজীবী সমিতির সভাপতি ইসতিয়াক হোসাইন মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ উদ্দিন আহমদ, সিলেট বারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলীম পাঠান, অধ্যাপক শফিকুর রহমান, মৃত্যুঞ্জয় ধর ভোলা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক প্রমুখ

আনোয়ারুজ্জামানের সমর্থনে যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারের লক্ষ্যে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক টিম গঠন করা হয়যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক টিম গঠন করা হয়নির্বাচন পরিচালনা টিমের টিম লিডার ও আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, যুগ্ম-আহ্বায়ক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, যুগ্ম-আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবন, যুগ্ম-আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, যুগ্ম-আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এম শাহাদাত হোসেন তসলিম ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবিরকে সদস্য সচিব করা হয়েছে এবং যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হারিছ মিয়া শেখ সাগর, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. আবদুল হাই, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, কার্যনির্বাহী সদস্য অ্যাড. আব্দুর রকিব মন্টু, কার্যনির্বাহী সদস্য গাজী মো. শাহেদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা যুবলীগের সভাপতি মো. শামীম আহমেদ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদকে সমন্বয়ক করে সমন্বয়ক টিম গঠন করা হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, আমার ইচ্ছা হলো সিলেট শহরকে একটি দুর্নীতিমুক্ত উন্নত ও মানবিক শহর হিসেবে গড়ে তোলাআমি যদি আপনাদের দোয়া ও সহযোগিতায় মেয়র নির্বাচিত হই তাহলে সততা ও আদর্শ দিয়ে প্রথমেই সিলেট শহরকে দুর্নীতিমুক্ত করবঠিক তখনই উন্নত ও মানবিক শহর গড়ার দ্বার উন্মোচিত হবেধাপে ধাপে এই শহরকে একটি পরিপূর্ণ মানবিক শহরে রূপান্তরিত করব ইনশাআল্লাহতিনি নগরীর ২৫ ও ২৬ নং ওয়ার্ডে জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাকালে এসব কথা বলেন

তাঁতী লীগ নেতাকে শোকজ তাঁতী লীগ নেতা আজহারুল ইসলামকে শোকজ করা হয়েছেআওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগে তাকে এই শোকজ করা হয়আজহারুল ইসলাম সিলেট মহানগর তাঁতী লীগের সহ-সভাপতি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলামের ছেলেসিলেট মহানগর তাঁতী লীগের দপ্তর সম্পাদক রেজাউল হাসান স্বাক্ষরিত এই নোটিস জারি করা হয়আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে সংগঠনের দপ্তরে কারণ দর্শানো নোটিসের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ ও সাধারণ সম্পাদক শেখ মো. আবুল হাসনাত

নোটিসে উল্লেখ করা হয়, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকিন্তু আজহার ইসলাম সংগঠনের নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে স্পষ্টতার এ কর্মকা- সংগঠনের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ঘোষণাপত্রের পরিপন্থিএমতাবস্থায় সংগঠনের পরিপন্থি কর্মকা-ের জন্য কেন তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দিয়ে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না-এর জবাব চাওয়া হয়েছে

জাতীয় পার্টির লিফলেট বিতরণকালে হামলা জাতীয় পার্টির লিফলেট বিতরণকালে নজরুল ইসলাম বাবুলের সমর্থক রাইয়ান আহমদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  শুক্রবার জুমার নামাজের পর শামীমাবাদ এলাকায় প্রচারকালে এ হামলার ঘটনা ঘটেমহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বসির জানান, জাতীয় পার্টির লিফলেট বিতরণের সময় ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরুজ মিয়া প্রথমে বাধা দেনএ সময় তুষারের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়আহত রাইয়ান আহমদ বলেন, আমি লিফলেট বিতরণের সময় তুষারের নেতৃত্বে ১০-১২ জন এসে আমার ওপর হামলা চালিয়ে আমার মোবাইল, নগদ টাকা, লিফলেট ছিনিয়ে নিয়ে যায়এ সময় তারা আমাকে মারধর করেপরে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করেন

×