ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অপ্রত্যাশিত দুর্ভোগ

নুর আলম ইসলাম মানিক

প্রকাশিত: ২১:৪৭, ৩১ আগস্ট ২০২২

অপ্রত্যাশিত দুর্ভোগ

দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধগতি

সম্প্রতি একটা বিষয় আমাদের ভাবিয়ে তুলেছে চরমভাবেতা হচ্ছে, দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধগতিএ অস্বাভাবিক ও আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে জনসাধারণের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছেফলে সমাজে নেমে এসেছে অপ্রত্যাশিত দুর্ভোগএ আকস্মিক মূল্যবৃদ্ধির কারণ একাধিকএমন নৈরাজ্য এদেশে চিরন্তন যে, মুনাফালোভী মজুদদাররা প্রায়ই অধিক মুনাফা অর্জনের মানসিকতায় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়

সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীন উর্ধগতির ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষ দুঃখ-দৈন্যে দিশেহারাদ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেতে-খামারে, কল-কারখানায় খেটে খাওয়া শ্রমজীবী, নির্দিষ্ট আয়ের চাকরিজীবী ও মধ্যবিত্ত পরিবারের মানুষতারা দিন দিন গরিব থেকে আরও গরিব হচ্ছেঅপরপক্ষে বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিদের কালো টাকার পাহাড় জমছেমূল্যবৃদ্ধি এদেশে এটাই যে প্রথম, তা নয়এদেশে এটি একটি অনিবার্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে

পৃথিবীর কোন দেশেই দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত এমন নাজুক পরিস্থিতি সৃষ্টির ঘটনা বিরলঅন্য দেশে এমনটি ঘটলে বিক্ষোভ দানা বাঁধে, সরকারকে জবাবদিহি করতে হয় জনগণের কাছেএ রকম পরিস্থতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস হলেও দুর্নীতিবাজ কর্মচারী, মুনাফাখোর ব্যবসায়ীদের মহাউসবএছাড়াও আন্তর্জাতিক বাজারে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে বারবারআমাদের উপাদিত পণ্য বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে পারছে নাএসব ঘটনায় কেউ কেউ রাজনৈতিক-অর্থনৈতিক ফায়দা লুটে নিচ্ছেদেশের বৃহত্তম জনগোষ্ঠীকে এমন অমানবিক সমস্যাপীড়িত করে যারা নিজেদের সুখ-সম্পদ আহরণের চেষ্টায় মত্ত, তারা দেশের শত্রু, জনগণের শত্রু

এসব অস ও দুর্নীতিবাজ লোকদের উখাত এখন সময়েরই দাবিএ বিষয়ে সরকারী-বেসরকারী অভিজ্ঞ মহলের মনোযোগ দেয়া খুবই জরুরী বলে মনে করে সাধারণ জনগণনিত্যব্যবহার্য দ্রব্যের প্রতিনিয়ত দাম বাড়তে থাকায় কিছু মুনাফালোভী ও বিত্তশালী বাদ দিলে অবশিষ্ট জনসাধারণের জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ

 

ইস্টার্ন ইউনিভার্সিটি, ঢাকা থেকে

×