ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লাল-সবুজে রাঙানো জয়

প্রকাশিত: ০৩:৩৩, ৫ ডিসেম্বর ২০১৮

লাল-সবুজে রাঙানো জয়

গত বছর স্বাধীনতার মাসে লংকা জয় করেছিল টাইগাররা। ক্রিকেট পরাশক্তি শ্রীলঙ্কার বিপক্ষে ‘জয় বাংলা কাপ’ টেস্ট সিরিজের শেষ ম্যাচে শেষ হাসিটি হেসেছিল বাংলাদেশ। ওটি ছিল টাইগারদের শততম টেস্ট ম্যাচ। আর এ বছর বিজয়ের মাসে রীতিমতো ইতিহাসই গড়ল বাংলাদেশ। টেস্ট ম্যাচে এবারই প্রথম টাইগাররা ইনিংস ব্যবধানে হারাল কোন শক্তিশালী দলকে। শুধু তাই নয়, তারা শেষ টেস্টের তিনদিনেই ইনিংস ও ১৮৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার কৃতিত্বও অর্জন করল। এই জয় তাই লাল সবুজে রাঙানো এক স্মরণীয় জয়। শাবাশ বাংলাদেশ। অভিনন্দন লড়াকু ক্রিকেট টিম। বাস্তবিকই রবিবার ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক স্মরণীয় দিন। এর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টেও তারা আড়াই দিনেই ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানের ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেছিল। মাত্র পাঁচ মাস আগের কথা। গত জুলাইয়ে ছিল বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। সে সফরে দুই টেস্টেই শোচনীয় হার হেরেছিল টাইগাররা। দগদগে ক্ষত হয়ে আছে এক ইনিংসে ৪৩ রানে অলআউট হয়ে যাওয়ার লজ্জা। সেই একই দলকে যে বাংলাদেশের খেলোয়াড়রা এমন গোহারা হারাতে সক্ষম হবেÑ কে ভেবেছিল? এখানেই সাকিবের অধিনায়োকোচিত বৈশিষ্ট্যের জিত। দুর্দান্ত অলরাউন্ডার হিসেবে ক্রিকেটবিশ্ব এক নামে চেনে সাকিবকে। এবার তারা জানল তার অধিনায়ক হিসেবে বুদ্ধিমত্তার পরিচয়। খেলা শুরুর আগে ড্রেসিংরুমে সাকিব তার সতীর্থদের দারুণভাবে অনুপ্রাণিত করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ে তাদের হাতে লজ্জাজনক পরাজয়ের স্মৃতিটি স্মরণ করিয়ে দিয়ে। ফলে সঙ্গত কারণেই সেটি পরিশোধ করার অন্তর্গত তাগিদ তৈরি হয়েছিল খেলোয়াড়দের ভেতর। প্রতিটি ম্যাচেই একজন-দু’জনের কৃতিত্ব আলাদাভাবে উল্লেখ করা আবশ্যক হয়ে ওঠে। এবার যেমন মিরাজের গুণ গাইতেই হবে। এক ম্যাচে এই তরুণ খেলোয়াড়ের শিকার এক ডজন উইকেট! এটিও একটি রেকর্ড বটে। ক্রিকেটে ওয়ানডে ও টি-টুয়েন্টি ভার্সন চালু হওয়ার পর সীমিত ওভারের খেলা জনপ্রিয় হয়ে উঠলেও এখনও টেস্টই ক্রিকেটের প্রাণভোমরা। এই খেলার ভেতর দিয়েই কোন ক্রিকেট দলের সার্বিক শক্তিমত্তা কিংবা দুর্বলতার পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। মান-মর্যাদার দিক দিয়ে টেস্ট ম্যাচ আজও সমাসীন শ্রেষ্ঠত্বের আসনে। ওয়েস্ট ইন্ডিজের মতো একটি দলের বিপক্ষে টেস্টে ইনিংস ব্যবধানে জয়লাভের মধুর স্বাদ লাভ করায় বাংলাদেশের আত্মবিশ্বাস যে অনেকটাই বেড়ে গেল, তা নিঃসন্দেহে বলা চলে। নিকট অতীতে জিম্বাবুইয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জিতে বাংলাদেশ তার ক্রমোন্নতি ও শক্তিমত্তারই স্বাক্ষর রাখল। বিজয়ের মাসে আরেকটি গৌরবময় জয়ের আনন্দমুখর স্বাদ এনে দেয়ার জন্য টাইগারদের দেশবাসী ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছে নানাভাবে। আগামীতেও টেস্ট ম্যাচগুলোয় টাইগারদের জয়যাত্রা অব্যাহত থাকুক- এটাই দেশবাসীর প্রত্যাশা। পাঁচ দিনের ম্যাচ যেন ওয়েস্ট ইন্ডিজের মতো তিন দিনেই ফুরিয়ে না যায়, এমন দাবিও এখন তোলা যায়।
×