
ছবি: সংগৃহীত
আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান ওরফে সামি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বারবারই মনে হয়েছে একটা বছরও পার হয়নি, আর আমাদের মধ্যে কতশত বিভেদ। কতজনের কত রকমের চাওয়া-পাওয়া। ক্ষমতার লোভে অন্ধ সবাই, কিন্তু এই যে মানুষেরা প্রাণ দিলো, তাঁদের পরিবারদের কথা, আত্মত্যাগের কথা চিন্তা করে হলেও এরা নিজেদের সংযত রাখতে পারতো।
শুক্রবার (২৫ জুলাই) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি আরো লিখেন, চারিদিকে নজরদিন, রাষ্ট্রযন্ত্রের মধ্যে কোথাও স্বচ্ছতা নেই। নাফিসা, সৈকত, আবু সাঈদ ও আরো হাজারো প্রাণ কি এভাবেই বৃথা যাবে? যারা নিজেদের আন্দোলনের কান্ডারী বলে দাবি করে, তাঁরা কি নিজেদের চেহারা একবারও আয়নায় দেখেনা? তাঁরা কি বুঝতে পারে নিজেদের তাঁরা কতটা কদাকার বানিয়েছে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের দেশটাকে রক্ষা করুন, এখন এটাই চাওয়া।
ফারুক