ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নয়াপল্টনে-বিএনপি, শাহবাগে-জামায়াত: রাজনৈতিক উত্তেজনায় অচল রাজধানী!

প্রকাশিত: ১৭:১৪, ২৮ মে ২০২৫

নয়াপল্টনে-বিএনপি, শাহবাগে-জামায়াত: রাজনৈতিক উত্তেজনায় অচল রাজধানী!

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার দুটি কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ এলাকা—নয়াপল্টন ও শাহবাগ—আজ বুধবার দুপুর থেকে রাজনৈতিক উত্তেজনায় কার্যত অচল হয়ে পড়ে। পৃথক দুটি রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী, অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। দুপুর থেকে দুটি সমাবেশের কারণে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা। 

একদিকে, নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—একত্রে একটি রাজনৈতিক সমাবেশ আয়োজন করেছে। দুপুর গড়িয়ে বিকেল নাগাদ নয়াপল্টন এলাকায় হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। নেতাকর্মীদের ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকার রাজপথ।

অন্যদিকে, শাহবাগ মোড়ে জামায়াতে ইসলামীর একটি সমাবেশও আজ ব্যাপক দৃষ্টি কেড়েছে। যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার পর সকালে কারামুক্ত হন দলটির শীর্ষ নেতা এ টি এম আজহারুল ইসলাম। এরপর দলটি শাহবাগ মোড়ে রাস্তার পাশে মঞ্চ বানিয়ে তাকে সংবর্ধনা দেয়। এই আয়োজনে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। সমাবেশ চলাকালীন শাহবাগ এলাকার সবদিকের যান চলাচল বন্ধ রাখা হয়।

যদিও জামায়াতের সমাবেশ শেষ হওয়ার পর শাহবাগের রাস্তা আবার খুলে দেওয়া হয়, তবে তখন ততক্ষণে নয়াপল্টনে বিএনপির সমাবেশ জোরেশোরে শুরু হয়ে গেছে। ফলে রাজধানীর কেন্দ্রস্থলের একাংশে দীর্ঘ সময় ধরে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।

এ দুই সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল সরব। পুলিশ নয়াপল্টন ও শাহবাগ উভয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

একজন পথচারী জানান, এই ধরনের সমাবেশগুলোর ফলে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে, যা নাগরিকদের মধ্যে ব্যাপক অসন্তোষের জন্ম দেয়। পরিস্থিতি স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়।

ফারুক

×