
ছবিঃ সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মায়ের দিবস উপলক্ষে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি ১৯৭৬ সালে তোলা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তার মা ও তার স্ত্রী – দুইজন মহীয়সী নারীকে দেখা যায়।
স্ট্যাটাসে তিনি লেখেন, "আমার মা এবং আমার স্ত্রী – আমার কন্যাদের মা! আমার জীবনের দুই মহান নারী! এই ছবিটি ১৯৭৬ সালে তোলা। সব মায়েদের এবং সেবাযত্নকারীদের জানাই শুভ মা দিবস।"
তার এই পোস্টে ভক্ত ও অনুসারীরা ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করছেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1VUiVHYjXe/
মারিয়া