ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নড়াইলে তুচ্ছ ঘটনায় হামলা, প্রাণ গেলো টোকন আলীর

নিজস্ব সংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ১৯:৩৮, ৮ মে ২০২৫

নড়াইলে তুচ্ছ ঘটনায় হামলা, প্রাণ গেলো টোকন আলীর

ছবিঃ সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ টোকন আলী (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় নারীসহ আরও মোট তিনজন আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টোকন আলীর মৃত্যু হয়। এর আগে বুধবার (৭ মে) লোহাগড়া উপজেলার করফা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সৈয়দ টোকন আলী ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার করফা গ্রামে সৈয়দ টোকন আলীর স্ত্রী তার চাচাতো ভাইয়ের ছেলেদের বাড়ির পাশ দিয়ে ভ্যান নিয়ে যেতে নিষেধ করেন। যা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে সৈয়দ টোকন আলী ও তার পরিবারের সদস্যদের ওপর চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস আলী, সৈয়দ রিজ্জাক আলী, সৈয়দ এরদাউস আলীসহ তাদের বাড়িতে থাকা ধানকাটা শ্রমিকরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সৈয়দ টোকন আলী, তার ছেলে সৈয়দ রুবেল আলী এবং সৈয়দ রাজু আলীসহ আরেক নারী আহত হন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান রাজন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

আরশি

×