
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্টিভিস্ট সাদিকুর সহমান খানের একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। যেখানে বলা হয়েছে, জুলাই শুধু ঢাকার মানুষকে পাল্টে ফেলেনি। বরং জুলাই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের আপামর মানুষকে বদলে দিয়ে গেছে।
আজ শুক্রুবার (২ মে) সীমান্ত থেকে বিএসএফ দুইজন বাংলাদেশি কৃষককে তুলে নিয়ে গেছিলো। এই খবর পেয়ে ঐ এলাকার লোকজন যাইয়া দুইজন ভারতীয়রে তুলে আনছে।
আগেরদিন বিজিবির পা ধরেছিলো মার খেয়ে টেয়ে। আজ আর বিজিবি লাগেনি। সাধারণ মানুষই যাইয়া ধরে আনছে।
জুলাই এর আগে এইটা কল্পনাও করতে পারতাম? মানে এই দেশের মানুষের ভয়-ডর সব হাসিনার সাথে দিল্লি চইলা গেছে।
এদিকে আজকে এনসিপির সমাবেশে নাহিদ বলেছেন, দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেবে ঢাকা।নাহিদ বলার আগেই খুব সম্ভবত এ দেশের সাধারণ মানুষ কথাটা বিলিভ করতে শুরু করে দিছে।
নাহলে ভারতে ঢুইকা ভারতের দুইজনকে তুলে আনার সাহস এরা পাইলো কই?
রিফাত