ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে অনেক আরাকান আর্মি বিয়ে করেছে, যা অস্বীকার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৭:৫৮, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৫৯, ২৩ এপ্রিল ২০২৫

বাংলাদেশে অনেক আরাকান আর্মি বিয়ে করেছে, যা অস্বীকার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের অন্তবর্তিকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মিয়ানমার সীমান্ত বর্তমানে পুরোপুরি রক্ষিত রয়েছে। তবে তিনি সতর্ক করেন, আরাকান আর্মির তৎপরতা এখনো একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "সীমান্ত পুরোপুরি রক্ষিত আছে, তবে আরাকান আর্মি দীর্ঘদিন ধরেই সীমান্তের ওপার থেকে সংঘর্ষ চালিয়ে আসছে। পরিস্থিতি জটিল, কারণ এই অঞ্চলে অনেকেই বিয়েও করছে, যা অস্বীকার করা যাবে না। আবার সামাজিক মাধ্যমে, বিশেষ করে টিকটকে, নানা ধরনের ভিডিও দেখা যাচ্ছে – সব ভিডিও যে সত্য, তা নয়, আবার সব মিথ্যাও নয়। তাই বিষয়টি বুঝে ব্যালেন্স করে দেখার প্রয়োজন রয়েছে।"

তিনি আরও বলেন, "আরাকান অঞ্চলের সীমান্ত একটি জটিল সীমান্ত। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। আমরা মিয়ানমার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, তবে বাস্তবতা হচ্ছে, সীমান্ত এলাকায় বর্তমানে আরাকান আর্মি কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। এমনকি মিয়ানমার থেকে আমদানি-রপ্তানি করতে গেলেও দুই পক্ষকেই—মিয়ানমার সরকার ও আরাকান আর্মি—কর দিতে হয়, যা নিঃসন্দেহে একটি বড় সমস্যা।"

তবে এই পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, "সমস্যাটি সমাধানের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সীমান্ত রক্ষায় আমাদের সেনাবাহিনী ও সীমান্ত রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আপনাদের সাহায্য ও সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।"

এ বিষয়ে তিনি সকলের সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

মারিয়া

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার