
ছবি: সংগৃহীত
২০২৫ সালে এসে কর্মসংস্থানের জগতে স্পষ্ট একটি পরিবর্তনের আভাস মিলছে—নিয়োগকারীরা এখন আর কেবল ডিগ্রির ওপর ভরসা করছেন না, বরং একটি ‘স্কিলস-ফার্স্ট’ বা দক্ষতা-ভিত্তিক নিয়োগ সংস্কৃতির দিকে ঝুঁকছেন। সহজভাবে বললে, আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, তা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আপনার হাতে থাকা কার্যকরী ও প্রযুক্তিগত দক্ষতা।
তবে শুধু রেজুমেতে দক্ষতার তালিকা দিলেই হবে না। দক্ষতা প্রমাণ করতে হবে বাস্তব উদাহরণ ও স্বীকৃতি দিয়ে। আর এই দুইটি বিষয় নিশ্চিত করতে পারে—একটি ফলপ্রসূ পোর্টফোলিও এবং এক বা একাধিক সার্টিফিকেট বা মাইক্রোক্রেডেনশিয়াল।
সম্প্রতি প্রকাশিত Coursera’র ২০২৫ মাইক্রোক্রেডেনশিয়াল রিপোর্ট বলছে, একজন চাকরিপ্রার্থী যদি তার রেজুমেতে কোনো সার্টিফিকেট বা প্রশিক্ষণের উল্লেখ করেন, তবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এই প্রতিবেদনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
* ৯৬% নিয়োগদাতা মনে করেন, মাইক্রোক্রেডেনশিয়াল একজন প্রার্থীর আবেদনকে আরও শক্তিশালী করে তোলে।
* ৯০% নিয়োগদাতা উচ্চ বেতনে নিয়োগ দিতে আগ্রহী, যদি প্রার্থী এ ধরনের সার্টিফিকেটধারী হন।
* ৮৬% নিয়োগদাতা গত এক বছরে অন্তত একজন মাইক্রোক্রেডেনশিয়ালধারীকে চাকরি দিয়েছেন।
কোন সার্টিফিকেটগুলো আপনার রেজুমেতে রাখা উচিত? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাসঙ্গিকতা। আপনি যদি সফটওয়্যার ডেভেলপারের চাকরির জন্য আবেদন করেন, তাহলে "লাইফ কোচিং" বা "কুকিং" সার্টিফিকেট আপনার কাজে লাগবে না। কিন্তু আপনি যদি নেতৃত্বের জায়গায় থাকেন কিংবা কোম্পানিতে কোচিং কালচার থাকে, সেক্ষেত্রে এমন সার্টিফিকেটও কাজে লাগতে পারে।
চাহিদাসম্পন্ন দক্ষতাগুলো কী? Coursera এবং World Economic Forum-এর তথ্য অনুযায়ী, ২০২৫ ও তার পরবর্তী সময়ে যেসব দক্ষতা চাহিদার শীর্ষে থাকবে, তা দুটি ভাগে ভাগ করা যায়:
প্রযুক্তিগত দক্ষতা:
* Generative AI (GenAI)
* Data Strategy
* Cybersecurity
দৈনন্দিন প্রয়োগযোগ্য দক্ষতা: Business Communication
* Resilience & Adaptability (সহনশীলতা ও পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা)
* Collaboration (সহযোগিতা)
* Active Listening (মনোযোগ দিয়ে শোনা)
যেসব কোর্স আপনি আজই শুরু করতে পারেন (বেশিরভাগই ফ্রি): Generative AI For Beginners – Microsoft
* Big Data Strategies to Transform Your Business – DelftX, edX
* Cybersecurity Essentials – ISC2
* Effective Communication – Great Learning
* Diploma in Emotional Intelligence – Alison
* Remote Work Evolution for Everyone – HarvardX
এখনই ভাবুন—শেষ কবে আপনি নিজের দক্ষতা বাড়িয়েছেন? নতুন চাকরির সুযোগ হাতছাড়া হতে দেবেন না। আজই একটি প্রাসঙ্গিক কোর্সে নাম লিখিয়ে নিজের ক্যারিয়ারকে দিন নতুন গতি। ভবিষ্যতের কর্মবাজারে টিকে থাকতে হলে দক্ষতা হবে আপনার সবচেয়ে বড় সম্পদ।
আসিফ