
ছবি: সংগৃহীত
চিন্ময় কৃষ্ণদাসের জামিন বাতিল ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর। শুক্রবার জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে বিক্ষোভ সমাবেশ মিলিত হযযা
এসময় মিছিলে স্লোগানে স্লোগানে চিন্ময় কৃষ্ণের জামিন বাতিলসহ আইনজীবী হত্যার ইন্ধনদাতা হিসেবে ফাঁসি দাবি করা হয়। সমাবেশে বক্তারা বলেন, একজন রাষ্ট্রদ্রোহীকে জামিন দিয়ে রাষ্ট্রবিরোধী কাজ করা হয়েছে। এই জামিনের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের প্রভাবকে উৎসাহিত করা হয়েছে। অনতিবিলম্বে জামিন বাতিলসহ আইনজীবী আলিফ হত্যার হুকুমদাতা হিসেবে চিন্ময় কৃষ্ণের ফাঁসি দাবি করেন তারা।
দ্রুত আলিফ হত্যার বিচার সম্পন্ন করার আহ্বানও জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। এর আগে গেল ২ জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন না মঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ। এরপর হাইকোর্টে জামিন আবেদন করলে সম্প্রতি তার জামিন মঞ্জুর করে আদালত। বিক্ষোভকারীরা আগামী রোববার চিন্ময়ের হাইকোর্টে যে জামিনের কথাবার্তা আছে অতিশীঘ্রই চিন্ময়ের জামিন স্থগিত করে তাকে আলিফ হত্যার আসামি করে তার বিচার কার্য আরম্ভ করার আহ্বান জানান।
সূত্র: https://www.youtube.com/watch?v=wCvsx6UbJ-Q
আবীর