
ছবি : সংগৃহীত
কাশ্মিরকে ঘিরে নয়াদিল্লি-ইসলামাবাদের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসিম মুনির। বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের টিলা ফায়ারিং রেঞ্জে সামরিক মহড়া পরিদর্শনের সময় তিনি এই বার্তা দেন।
পরে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে জানানো হয়, “ভারত যদি কোনো সামরিক দুঃসাহস দেখায়, তবে ইসলামাবাদ দ্রুততম সময়ের মধ্যে কঠোর ও উপযুক্ত জবাব দেবে। এ নিয়ে কোনো বিভ্রান্তি নেই।”
জেনারেল মুনিরের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন কয়েকদিন আগেই পেহেলগামে সন্ত্রাসী হামলার পর কাশ্মির নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিনি সমালোচনার মুখে পড়েন। পাকিস্তানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আঞ্চলিক শান্তি বজায় রাখতে হলে কাশ্মির সংকটের ন্যায়সঙ্গত সমাধান জরুরি। তবে ভারতের সামরিক আগ্রাসনের সম্ভাব্য বিপদ মাথায় রেখেই প্রস্তুত রয়েছে পাকিস্তানি সেনাবাহিনী, এমনই বার্তা দিতে চেয়েছেন মুনির।
সাম্প্রতিক সামরিক মহড়ায় সেনাবাহিনীর প্রতিরোধ ও জবাবদিহিতার সক্ষমতা তুলে ধরে জেনারেল মুনির বলেন, "পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের সুরক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুত।"
এই হুঁশিয়ারি ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আঁখি