ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিশ্বাস করেন আমরা সবাই খুবই আতঙ্কিত: তাশরিফ খান

প্রকাশিত: ০১:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বাস করেন আমরা সবাই খুবই আতঙ্কিত: তাশরিফ খান

ছবি : সংগৃহীত

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক প্রকাশ করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সংগীতশিল্পী তাশরিফ খান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ছিনতাইকারীদের দ্রুত বিচারের আহ্বান জানান এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

তাশরিফ লিখেছেন, “একটা এলাকার পুলিশ কি আসলেই জানে না ছিনতাই কোথায় হয়, কারা করে, এরা কোথায় থাকে?" তিনি আরও বলেন, "ছিনতাইকারীরা যখন সাধারণ মানুষের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, তখন তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কিন্তু কেন আমরা তাদের ফাঁসির দাবি করতে পারবো না?”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কি অপেক্ষা করব, কবে ছিনতাইকারীদের হাতে প্রাণ যাবে, তারপর বিচার হবে? তাদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”

সংগীতশিল্পী আরও অভিযোগ করেন, ধরা পড়ার পরও ছিনতাইকারীরা জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। তিনি প্রশ্ন তোলেন, “কোর্ট থেকে তারা জামিন পায় কিভাবে? দরকার হলে আইন পরিবর্তন করুন, কোর্ট ও জেলের সংখ্যা বাড়ান, কিন্তু ছিনতাইকারীদের শাস্তি নিশ্চিত করুন।”

তিনি সাত দিনের মধ্যে অন্তত কয়েকজন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান, যাতে অপরাধীরা ভয় পায় এবং সাধারণ মানুষ স্বস্তি পায়।

ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “আমরা সবাই আতঙ্কিত! তাই শুধু বক্তব্য না দিয়ে দ্রুত ব্যবস্থা নিন।”

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চান তিনি।

মো. মহিউদ্দিন

×