ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন নিয়ে যা বললেন পিনাকী!

প্রকাশিত: ২০:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন নিয়ে যা বললেন পিনাকী!

ছবি: সংগৃহীত

লেখক, ব্লগার ও অনলাইন আ্যক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তাঁর অফিশিয়াল ফেসবুক পেইজের এক স্ট্যাটাসে বলেছেন, আমার প্রথম প্রায়োরিটি আহত আর শহীদ পরিবারের পুনর্বাসন। আমি জানতাম আমার ব্যক্তিগত সামর্থ্য না থাকলেও সমাজের স্বতঃস্ফূর্ত সমর্থন আর সাপোর্ট পাবো।

তিনি লিখেন, আমাকে এখন আর বলতে হয়না, অনেকেই আমার কাছে এসে বলছেন আমি শহীদ পরিবারের দায়িত্ব নিতে চাই। এইভাবে এর মধ্যেই দশজনের বেশি শহীদ পরিবারের দায়িত্ব নিয়েছে কেউ না কেউ। আমি মাঝখানে থেকে মেডিয়েট করেছি। জুলাই ফাউন্ডেশন চাইলে আমাকে জানাতে পারে এক দুইজন করে। আমি আশা করি ব্যবস্থা করতে পারবো। 

গতকাল বাংলাদেশের এক হস্তশিল্প উদ্যোক্তা দেখা করেছেন আমার সাথে প্যারিসে। উনি শহীদ পরিবারের পাচজনকে উনার পাচ কারখানায় স্থায়ী চাকরি দিতে চান। পাচ কারখানা হচ্ছে, পুবাইল গাজীপুর, পাবনা ঈশ্বরদী, শেরপুর বগুড়া, রংপুর দিনাজপুর, ময়মনসিংহ ফুলবাড়িয়া।

এই জায়গার আশেপাশের শহীদ পরিবার হলে ভালো হয়। আমার তরফ থেকে আসল শহীদ পরিবার খুঁজে ভ্যালিডেট করা মুশকিল। জুলাই ফাউন্ডেশন থেকে একটা রিকমেন্ডেশন আনলে বা আমার সাথে জুলাই ফাউন্ডেশনের কেউ যোগাযোগ করিয়ে দিলে আমি রেফার করে দিতাম। ১৭-৬০ বছর বয়সী কর্মী লাগবে, লেখাপড়া না জানা থাকলেও ক্ষতি নেই। সুস্থ আর কর্মক্ষম হতে হবে। 
 

রিফাত

×