
ছবি : সংগৃহীত
অপদার্থরা দায়িত্ব পাইলে সবকিছুকেই সার্কাস বানায়ে ফেলে বলে মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, এরা একটা কাজ কীভাবে করবে সেইটার পদ্ধতিই ঠিক করতে পারেনা।
উল্লেখ্য, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪-এর এক জরুরি সভা আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং তালিকাভুক্ত কিছু নামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরস্কারের তালিকা পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। উত্থাপিত অভিযোগগুলোর অনুসন্ধানের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
এ অবস্থায়, পূর্বঘোষিত 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪'-এর তালিকা স্থগিত করা হয়েছে। এ এছাড়া, তিন কর্ম দিবসের মধ্যে পুনর্বিবেচনা শেষে তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪'-এর জন্য ১০টি ক্যাটাগরিতে ১০ জনের নাম ঘোষণা করা হয়েছিল।
মো. মহিউদ্দিন