ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

সবজি বাজার ঘুরে যা বললেন সারজিস

প্রকাশিত: ২৩:১৬, ৬ ডিসেম্বর ২০২৪

সবজি বাজার ঘুরে যা বললেন সারজিস

ছবি: সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম আজ (শুক্রবার, ৬ ডিসেম্বর) পঞ্চগড় জেলার দেবীগঞ্জে বাজার ঘুরে দেখেন। এই সময় তিনি বিভিন্ন পণ্যের দাম নিয়ে আলোচনা করেন এবং সেখানে তার অভিজ্ঞতা শেয়ার করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

ফেসবুকে পোস্টে তিনি উল্লেখ করেন, "আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত স্কুলে থাকাকালীন পুরো বাড়ির বাজার করার দায়িত্ব ছিল আমার। দীর্ঘদিন পর আজ পুরো বাজারটি ঘুরে দেখলাম এবং দামদর করলাম।"

সারজিস আলম তার স্ট্যাটাসে আরও বলেন, "এখন পর্যন্ত আলুর দাম বেশী মনে হয়েছে, তবে বাকি সব কিছু ঠিকঠাক মনে হয়েছে। ডিম, মাছ ও মুরগির দাম আগের তুলনায় কমেছে। শীতকালীন অনেক নতুন শাক-সবজি বাজারে আসতে শুরু করেছে।"

স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, "গ্রামই আমার কমফোর্ট জোন, যেখানে আমি বুক ভরে নিশ্বাস নিতে পারি।"

এভাবে সারজিস আলম তার অভিজ্ঞতা শেয়ার করে গ্রামীণ জীবন ও বাজারদরের উপর তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন।

নুসরাত

×