ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

মেডিক্যালে ১৭ জানুয়ারি,  ডেন্টালে ২৮ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:২০, ১১ নভেম্বর ২০২৪

মেডিক্যালে ১৭ জানুয়ারি,  ডেন্টালে ২৮ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা

.

সারাদেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে আগামী ১৭ জানুয়ারি, আর ২৮ ফেব্রুয়ারি হবে ডেন্টালে ভর্তির বিডিএস পরীক্ষা। রবিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দিন মাতুব্বর জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রণালয়ে বিএমডিসিসহ সব স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক হয়েছে। এরপর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
সরকারি মেডিক্যালে ৫ হাজার ৩৮০টি এবং বেসরকারি মেডিক্যালে ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। জানা যায়, বাংলাদেশে সরকারি ৩৮টি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিক্যাল কলেজে এখনো শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। বেসরকারি ৬৭টি মেডিক্যাল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে। আর দেশের তিনটি সরকারি ডেন্টাল মেডিক্যাল কলেজ এবং আটটি মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে ৫৪৫টি আসন। বেসরকারি ১২টি ডেন্টাল কলেজে ৯৪৫টি এবং ১৬টি মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি হতে পারে।
 

×