ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

সকল ধর্মের মানুষ মিলে আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই: সেনাপ্রধান

প্রকাশিত: ২১:১২, ৮ নভেম্বর ২০২৪; আপডেট: ২১:৩১, ৮ নভেম্বর ২০২৪

সকল ধর্মের মানুষ মিলে আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই: সেনাপ্রধান

জেনারেল ওয়াকার-উজ-জামান।

সকল ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে তিনি এ সব কথা বলেন।সেনপ্রধান বলেন, পার্বত্য অঞ্চল থেকে অনেকেই এখানে এসেছেন। আমারা চাই, প্রতি বছর এভাবে দিনটি উদ্‌যাপন করা হোক। এজন্য যা সহায়তা দরকার আমরা তাই করবো।
 
তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিশাল সম্পদ। তাই পার্বত্য অঞ্চলের শান্তির জন্য যা দরকার আমি তাই করবো।’
 
ওয়াকার-উজ-জামান বলেন, ‘সম্প্রীতির একটি দেশ গড়ে তুলতে চাই। এটি বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। সব ধর্মের মানুষ মিলে আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই।’

রিয়াদ

×