ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

আদালত থেকে করে বের করে দেয়া হলো আমুর আইনজীবীকে

প্রকাশিত: ১৬:০৫, ৭ নভেম্বর ২০২৪

আদালত থেকে করে বের করে দেয়া হলো আমুর আইনজীবীকে

আসামিপক্ষের আইনজীবী স্বপন রায় চৌধুরী।

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রিমান্ড শুনানিতে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটেছে। আজ, বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে এ ঘটনা ঘটে।

এদিন আদালতে হাজির করে আমির হোসেন আমুকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। পরে রিমান্ড চেয়ে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

একপর্যায়ে ওমর ফারুক ফারুকীর বক্তব্যকে রাজনৈতিক আখ্যা দিয়ে আসামিপক্ষের আইনজীবী স্বপন রায় চৌধুরী তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আদালতে দারুণ বক্তব্য রেখেছেন। তবে তা রাজনৈতিক মঞ্চে দিলে ভালো হতো।’ ওই সময় সঙ্গে সঙ্গে দুয়োধ্বনি দেন রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটরসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

পরবর্তীতে আসামিপক্ষের অপর আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন বলেন, হাইকোর্টের আইনজীবী জেড আই খান পান্না আমির হোসেন আমুর আইনজীবী। আমরা তার সহযোগীরা এসেছি। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা দুটি ওকালতনামা দেন। পরে বিষয়টি নিয়ে হট্টগোলে জড়ান আসামিপক্ষের আইনজীবীরা। একপর্যায়ে অন্য আইনজীবীরা উত্তেজিত হয়ে আসামিপক্ষের আইনজীবী স্বপন রায় চৌধুরীকে মারধর করে আদালত থেকে বের করে দেন।

উল্লেখ্য, বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার তাকে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয়া হয়। এদিন শুনানি শেষে আদালত আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিয়াদ

×