সড়কে শিক্ষার্থীরা
শেখ হাসিনার সরকার পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। আতঙ্কে পুলিশ সদস্যরা থানাতেও যাচ্ছেন না। দেখা মেলেনি সড়কেও। তাই ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে ট্রাফিক পুলিশের ভূমিকায় সাধারণ শিক্ষার্থীদের দেখা গেছে। শিক্ষার্থীরা বলছেন, সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানযট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন।
শিক্ষার্থীরা দায়িত্ব নেওয়ায় খুশি সাধারণ মানুষও। একটি প্রাইভেট কারের চালক শফিক বলেন, ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে যানজট লাগতে পারে। শিক্ষার্থীরা ভালো ভূমিকা পালন করছে। সবাই নিয়ম অনুযায়ী চলাফেরা করছে। এরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারা খুবই ভালো কাজ করছে।
শহিদ