ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

২ রোহিঙ্গা যুবককে গলাকেটে হত্যা

মুহাম্মদ হানিফ আজাদ, উখিয়া

প্রকাশিত: ১৪:৫৩, ৬ মে ২০২৪; আপডেট: ১৬:১২, ৬ মে ২০২৪

২ রোহিঙ্গা যুবককে গলাকেটে হত্যা

রোহিঙ্গা যুবককে গলাকেটে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক স্থানে দুই রোহিঙ্গা যুবককে গুলি ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে উখিয়ার এক্সটেনশন–৪ ক্যাম্পে ও ঘোনারপাড়া ক্যাম্পের এম–১৯ ব্লকে ঘটনা দুটি ঘটে।

নিহতেরা হলেন কুতুপালং ক্যাম্প-৪ এর জি/০৯ ব্লকের বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে জাফর আহমেদ (৩৭) ও ক্যাম্প-১৯ এর ডি-১৪ ব্লকের নুর সালামের ছলে নুর কালাম (২৯)।

আরও পড়ুন : সম্পদ অর্জনে চেয়ারম্যানদের ধারেকাছেও নেই এমপিরা

রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে মোহাম্মদ ইকবাল জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার এক্সটেনশন–৪ ক্যাম্পের এফ–ব্লকে দ্বিতীয় স্ত্রীর বাসায় যান জাফর আহম্মদ। এ সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) ১০–১২ জন সদস্য তাঁকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে পাশের এক্সটেনশন–২০ ক্যাম্পের বি–ব্লকের কাঁটাতারের বাইরে নিয়ে প্রথমে গুলি করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থল থেকে গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার করে। 

অন্যদিকে, একই দিন সকালে উখিয়ার ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম–১৯ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে নূর কামাল (২৯) নামের এক রোহিঙ্গাকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, জাফর আহম্মদ আরএসও এর সক্রিয় সদস্য। আরসার সদস্যরা তাঁকে পাহাড়ে নিয়ে গিয়ে গুলি ও গলাকেটে হত্যা করে। এর আগে সকালে নুর কালাম নামের শিবিরের সাধারণ রোহিঙ্গাকে গলাকেটে হত্যা করে সন্ত্রাসীরা।

সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

এবি 

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার