ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

২৫ ডিসেম্বর থেকে ব্যালট পেপার যাবে জেলায়

প্রকাশিত: ১৮:৫১, ১৯ ডিসেম্বর ২০২৩; আপডেট: ১৮:৫২, ১৯ ডিসেম্বর ২০২৩

২৫ ডিসেম্বর থেকে ব্যালট পেপার যাবে জেলায়

ব্যালট পেপার

প্রতীক বরাদ্দের পর এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ছাপা শুরু হওয়ায় ২৫ ডিসেম্বর থেকে তা জেলায় জেলায় পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

এক্ষেত্রে যেসব আসনে প্রার্থিতা নিয়ে মামলা নেই সেই আসনগুলোর ব্যালট পেপার শুরুতে ছাপানো হচ্ছে বলে জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট পেপার মুদ্রণের কাজ শেষ হবে।  ২৫ ডিসেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জেলায় জেলায় পৌঁছাবে পেপার।

তিনি বলেন, ৩০০ আসনে প্রার্থীদের তালিকা পেয়ে গেছি, সে অনুযায়ী, ব্যালট পেপার প্রিন্টিংয়ের কাজ চলমান। বিজি প্রেসের তিনটি প্রেসে ব্যালট পেপার প্রিন্ট হচ্ছে। যেসব নির্বাচনী আসনে প্রার্থিতা নিয়ে মামলা রয়েছে, ওই সব আসনে পরে ছাপানোর কাজ শুরু হবে।

ব্যালট পেপার মুদ্রণে সুনির্দিষ্ট বাজেট নেই জানিয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, বিজি প্রেসের চাহিদার ভিত্তিতে প্রাথমিকভাবে তাদের ৩৩ কোটি টাকা দিয়েছি। যে ভোটার আছে, তত সংখ্যক ব্যালট ছাপানো হবে। ২৫ তারিখের পর জেলা পর্যায়ে ব্যালট পেপার পাঠানো শুরু হবে।

 

এসআর

×